সংবাদদাতা, নন্দীগ্রাম : বুধবার নন্দীগ্রামে প্রচারের সময় তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের উপর হামলা চালাল বিজেপির গুন্ডারা। তাঁর গাড়িতেও ধাক্কা দেয় বিজেপির গুন্ডাবাহিনী। বিজেপি-দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য নন্দীগ্রাম থানায় অভিযোগ জানায় তৃণমূল। নন্দীগ্রাম ১ ব্লকের ভেকুটিয়া অঞ্চলের মোজ বৃন্দাবনপুর এবং জেলেমারা ৩৭ নম্বর বুথে বুধবার দেবাংশুর রোড শো এবং জনসংযোগ কর্মসূচি ছিল। কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি-দুষ্কৃতীরা গ্রামের কিছু মহিলা ও বাচ্চাকে ঢাল করে দেবাংশুর প্রতি কটূক্তি করে, তাঁর গাড়ির উপরেও হামলা চালায়। গাড়ি থেকে নেমে দেবাংশু বাইকে স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়ি দুপুরের আহারের জন্য যাচ্ছিলেন। জেলেমারা ৩৭ নম্বর বুথের একেবারে প্রত্যন্ত গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় বিজেপি-দুষ্কৃতীরা মহিলা ও বাচ্চাদের নিয়ে ফের স্লোগান দিয়ে তাঁর রাস্তা আটকে দাঁড়ায়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কেউ কেউ দেবাংশুকে ধাক্কাও দেয়। প্রত্যুত্তরে দেবাংশু হাতজোড় করে তাদের শুভেচ্ছা জানান। কয়েকজন গালিগালাজ দিতে দিতে তাঁর বাইকের পেছনে ধাওয়া করে।
আরও পড়ুন-কচিকাঁচাদের সঙ্গে ফুটবল খেলে ৫১তম জন্মদিন পালন শচীনের
খবর পেয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা এসে পাল্টা স্লোগান দেন। দু’পক্ষের হাতাহাতি শেষ পর্যন্ত পুলিশ এসে সামলায়। উল্লেখ্য, ১৬ এপ্রিল নন্দীগ্রাম ২ ব্লকের ঘোলপুকুরে সভা করতে যাওয়ার সময় স্থানীয় কালীবাড়ির কাছে একইভাবে দেবাংশুকে উদ্দেশ করে স্লোগান দিয়েছিল বিজেপি-দুষ্কৃতীরা। বুধবার ফের নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে একই ধরনের কাণ্ড ঘটাল তারা। এ বিষয়ে তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘আমার গাড়িতে বিজেপির লোকেরা থাপ্পড় মেরেছে। ধাক্কা দিয়েছে। আমার উপর হামলা চালিয়েছে। এই বিষয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে যতদূর যেতে হয় আমরা যাব। আসলে বিজেপির এটাই কালচার। হারার ভয়ে যা খুশি শুরু করেছে। আমরা যদি গোটা রাজ্যে এর পাল্টা কিছু শুরু করি, ওরা সামলাতে পারবে? আমরা এই পথে হাঁটি না বলে দুর্বল মনে করার কারণ নেই।’ নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, ‘আসলে নন্দীগ্রামে দেবাংশুর প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে রীতিমতো ভয় পেয়েছে বিজেপি। তাই ওঁর প্রচারে বিঘ্ন ঘটাতেই বারবার প্ররোচনা দিতে চাইছে বিজেপি। লোকসভা ভোটে মানুষই এর যোগ্য জবাব দেবেন।’