প্রতিবেদন : বিজয়গড়ে ডেকরেটর্স গোডাউনে আগুন। বিজয়গড় বাজারের কাছে সরু গলির মধ্যে তিনতলা বিল্ডিংয়ে রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে। ওই তিনতলা বাড়িতে স্থানীয় এক ডেকরেটর তাঁর ব্যবসার সরঞ্জাম মজুত রাখতেন। ডেকরেটর্সের সেই তাঁবু, প্যান্ডেলের কাপড় ইত্যাদি থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।
আরও পড়ুন-জয়েই জবাব জয়ীদের ঘিরে প্রবল উচ্ছ্বাস
খবর পেয়ে দ্রুত দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু সরু গলির মধ্যে ঘিঞ্জি এলাকা হওয়ার আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকে বেশ বেগ পেতে হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বারবার পকেট ফায়ার থেকে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাশাপাশি দুই ওয়ার্ডের কাউন্সিলররা। শেষ পাওয়া খবর অনুযায়ী, হাইড্রলিক ল্যাডারের মাধ্যমে দমকলকর্মীরা বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পকেট ফায়ারগুলি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এবং আগুন নিয়ন্ত্রণে আসে ভোররাতে।