সল্টলেকের সেক্টর ফাইভের একটি রাসয়নিক কারখানায় বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। মুহুর্মূহ সিলিন্ডার বিস্ফোরণে শব্দ শোনা যাচ্ছে। দাউদাউ করে জ্বলছে কারখানাটি। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চলছে। ঘটনাস্থলে গিয়েছে দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগর কমিশনারেটের কমিশনার। সব কর্মীদের ভিতর থেকে বের করা গিয়েছে বলে খবর।
শুক্রবার দুপুরে হঠাৎই ওই কারখানায় আগুন দেখে যায়। অতি দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। একের পরে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। সর্বোচ্চ শক্তিতে আগুন দিয়ে নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। গলগল করে কালো ধোঁয়া বার হতে শুরু করে।
দমকল সূত্রে খবর, আগুনের তীব্রতার কারণে কারখানার ভিতরে ঢুকতে বেগ পাচ্ছেন কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন দমকলকর্মী সুজিত বসু এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ। সুজিত বসু বলেন, “দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পরিস্থিতি খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।“
কারখানায় যথেষ্ট পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। একই সঙ্গে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কারখানার ভিতরে থাকা রাসয়নিক বের করার চেষ্টা চালাচ্ছেন কর্মীরা। যেহেতু এখনও কালো ধোঁয়া রয়েছে, সুতরাং আগুন ভিতরে জ্বলছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-আড়াই মাসে দ্বিতীয়বার, ওড়িশার বিশ্ববিদ্যালয়ে নেপালি ছাত্রীর দেহ উদ্ধার
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…