সংবাদদাতা, হাওড়া : ২০২২-’২৩ আর্থিক বছরে শহরবাসীর ওপর নতুন কোনও করের বোঝা চাপায়নি হাওড়া পুরনিগম। তা সত্ত্বেও রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে হাওড়া কর্পোরেশনের। হাওড়া কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে এমনটাই উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঝাঁ-চকচকে রাস্তা, উন্নত নিকাশি ব্যবস্থা, জঞ্জাল সাফাইয়ের মতো কাজের ক্ষেত্রে বিশেষ অর্থ বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে।
আরও পড়ুন-আদিবাসীনৃত্যে শত্রুঘ্ন
সেইসঙ্গে হাওড়া কর্পোরেশনের সংযুক্ত এলাকা হিসেবে পরিচিত ৪৫ থেকে ৫০ নম্বর ওয়ার্ড পর্যন্ত ৬টি ওয়ার্ডের উন্নয়নের জন্য আলাদাভাবে তহবিল গড়া হয়েছে। আসন্ন অর্থবর্ষের জন্য ৩৫৬ কোটি টাকার ঘাটতিশূন্য বাজেট পেশ করেছে হাওড়া কর্পোরেশন। নির্বাচিত বোর্ড না থাকলেও হাওড়া পুরনিগমের সম্পত্তিকর আদায় চলতি আর্থিক বর্ষে গত বছরের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গত আর্থিক বছরে সম্পত্তিকর বাবদ হাওড়া পুরনিগমের ২১ কোটি টাকা আয় হয়েছিল। এই বছর ৫ মাস আগে নভেম্বরে বালি পুরসভা হাওড়া পুরনিগম থেকে আলাদা হয়ে যাবার পরেও সম্পত্তিকর বাবদ কর্পোরেশনের আয় হয়েছে ২৪ কোটি টাকা। মানুষের ওপর করের বোঝা না বাড়িয়েই হাওড়া পুরনিগম সম্পত্তিকর থেকে আয় বাড়াতে পেরেছে।