বঙ্গ

উন্নয়নই হাতিয়ার প্রার্থীদের

প্রতিবেদন : মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বাংলার মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। হাজারও প্রতিবন্ধকতা সত্ত্বেও রাজ্য জুড়ে ঢালাও উন্নয়ন হয়েছে। ছয় কেন্দ্রের উপনির্বাচনের প্রচারের অন্যতম হাতিয়ার হচ্ছে এই উন্নয়নের সাফল্য। দলীয় প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচার হোক কিংবা জনসভা— মানুষের সামনে তুলে ধরছেন মা-মাটি-মানুষের সরকার তাঁদের জন্য কী কী করেছে। উন্নয়নের তালিকা তুলে ধরা হচ্ছে। নিরন্তর প্রচার চলছে। হাতে মাত্র আর কয়েকটা দিন। আগামী ১৩ নভেম্বর এই রাজ্যের ছয় কেন্দ্রে উপনির্বাচন। যদিও অন্যান্য রাজ্যে উপনির্বাচনের দিন বদলে হয়েছে ২০ নভেম্বর। ঝড়ের গতিতে প্রচার চললেও চোখ-কান খোলা রাখতে হচ্ছে দলীয় প্রার্থী-সহ নেতৃত্বকে। কারণ এই উপনির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের চক্রান্তের জাল বোনা হচ্ছে চারপাশে। কোনও অবস্থাতেই যাতে তা উপনির্বাচনে প্রভাব ফেলতে না পারে সেদিকে সদা-সতর্ক থাকতে হচ্ছে।

আরও পড়ুন-সুষ্ঠুভাবে পুজো কাটাতে একাধিক চন্দননগর জগদ্ধাত্রী পুজো কমিটির

প্রচারে খামতি নেই নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে-র। সোমবার দুপুরে শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতে কর্মিসভা করেন। পরে নৈহাটির বড়মার প্রতিমা নিরঞ্জনে গিয়েও মানুষের সঙ্গে জনসংযোগ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রাতে ধরমপুর কলতলা এলাকায় পথসভা করেন। সোমবার পথসভা থেকে মানুষের পাশে থাকার বার্তার পাশাপাশি এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন সনৎ দে। পাশাপাশি হাড়োয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল ইসলাম জানান, মঙ্গলবার থেকে লাগাতার জনসভা করে প্রচার করবেন। তালডাংরা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনি সিংহবাবু তালডাংরায় সোমবার ফুলমতি অঞ্চলের বামুনডাঙা বুথ এলাকায় পুজো দিয়ে আজকের প্রচার শুরু করেছেন। এই কর্মসূচি এলাকার সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরেছে এবং প্রার্থী ও তাঁর সমর্থকেরা স্থানীয় ভোটারদের সঙ্গে জনসংযোগের জন্য তৈরি হওয়ায় সামনের দিনগুলির জন্য আশার বাণী ব্যক্ত করেছে। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অনুসূয়া রায়, বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা শেখ মজুমদার, তালডাংরা ব্লক সভাপতি তারাশঙ্কর রায় ছাড়াও অন্যান্য নেতৃত্ব। সুজয় হাজরার প্রচারে তৃণমূলে যোগ পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের একটি উল্লেখযোগ্য ঘটনা, দুই নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য শম্পা মাহাতো এবং মাধব মাহাতো বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার চলার সময় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরার নেতৃত্বে বিশাল জমায়েতে খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় এবং শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতোর উপস্থিতিতে তাঁরা যোগ দিলেন। তাঁরা দলের প্রচার আরও জোরদার করবে বলেন জানান। একইরকম ভাবে উত্তরের মাদারিহাট ও সিতাই কেন্দ্রের দুই প্রার্থী জয়প্রকাশ টপ্পো এবং সঙ্গীতা রায় জোরকদমে প্রচার চালাচ্ছেন।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

23 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

31 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

56 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago