সংবাদদাতা, আলিপুরদুয়ার : পিছিয়ে-পড়া আলিপুরদুয়ার জেলার জন্যে গত বারো বছরে যে ধরনের উন্নয়ন করেছে রাজ্য সরকার, সেই সাফল্যকে হাতিয়ার করেই আসন্ন লোকসভা নির্বাচনে জেলায় ভাল ফলাফল করবে তৃণমূল। রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটায় দলীয় কর্মিসভায় যোগ দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন-কেন্দ্রীয় শ্রমিক সম্মেলনে শ্রম কোড বাতিলের দাবি
সভা শেষে ফালাকাটায় সংবাদমাধ্যমের কাছে ফিরহাদ আরও বলেন, যেহেতু খোদ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ শ্রমিকের বকেয়া থাকা একশো দিনের কাজের মজুরি মিটিয়ে দেবেন, তখন তিনি ভাবনাচিন্তা করেই বলেছেন। এ প্রসঙ্গে বিরোধীদের এক হাত নিয়ে বলেন, রাজ্য সরকার গরিব মানুষদের পাওনা টাকা, যা কেন্দ্রের দেওয়ার কথা, মিটিয়ে দিতে চলেছে, তাতে বিরোধীদের এত লাগছে কেন? কেন্দ্র যে অন্যায়ভাবে টাকা আটকে রেখেছে, তা নিয়ে বিজেপি, সিপিএম তো একটাও প্রতিবাদ করেনি। এই রাজ্যে বিরোধীদের কোনও ভূমিকা নেই। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই অর্থ মন্ত্রকের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও ফিরহাদ বলেন, নতুন পুরসভাগুলির আর্থিক সঙ্কট আর থাকবে না। আমরা দ্রুত সব সমস্যার সমাধান করে দেব। জেলা পরিষদের সঙ্গে আলোচনা করে ফালাকাটা পুরসভার নতুন ভবনের কাজও দ্রুত শুরু করা হবে।