উন্নয়নের কাজ যেন আটকে না থাকে : মুখ্যমন্ত্রী

বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে জোরকদমে।

Must read

প্রতিবেদন : বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে জোরকদমে। এই পরিস্থিতিতে মাঠে নামা জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিওদের বাড়তি চাপের বিষয়টি স্বীকার করে তাঁদের উদ্দেশে আশ্বাসবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে মুখ্যসচিব মনোজ পন্থ সব জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করছিলেন। ঠিক সেই সময়ই আচমকা বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে যোগ দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এসআইআর প্রক্রিয়ার কারণে জেলা প্রশাসনের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে—এ কথা তিনি বুঝতে পারছেন। তবে উন্নয়নমূলক কাজ যাতে কোনওভাবেই থমকে না যায়, সে নির্দেশও দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলার বাড়ি, রাস্তা, পরিকাঠামো—এই সব কাজ অবহেলিত হলে চলবে না। এসআইআরের পাশাপাশি উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন-দিনের কবিতা

বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, এসআইআর নিয়ে আপনারা যে চাপের মুখে পড়ছেন তা আমার নজরে রয়েছে। এরপরই তিনি অভিযোগ করেন, একজন এক্স অফিসারকে পাঠিয়েছে ওরা। ভয় দেখাচ্ছে, বিরক্ত করছে। রাত ন’টা, দশটায় ফোন করে হুমকি দিচ্ছে—দিল্লি পাঠিয়ে দেব, বদলি করে দেব। ভয় পাবেন না, আমি আছি। কোনও চিন্তা করবেন না। আপনারা আপনাদের কাজ করুন।
‘এক্স অফিসার’ বলতে মুখ্যমন্ত্রী প্রাক্তন আইএএস সুব্রত গুপ্তকে ইঙ্গিত করেছেন বলেই প্রশাসনিক মহলের ধারণা। সুব্রত গুপ্তকে নির্বাচন কমিশন বাংলার স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছে। পাশাপাশি, রাজ্যের আরও ১২ জন সিনিয়র আইএএস আধিকারিককে ইলেক্টোরাল রোল অবজারভার করা হচ্ছে।

Latest article