আইপিএল নিয়ে তোপ, সানরাইজার্সকে একহাত নিলেন ওয়ার্নার

Must read

মুম্বই, ৮ জানুয়ারি : ২০২১ আইপিএল (IPL) ডেভিড ওয়ার্নারের (David Warner) জন্য ছিল দুঃস্বপ্নের। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার এই দাপুটে ওপেনার। মাত্র দুই ম্যাচে রান না পাওয়ায় ওয়ার্নারের আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ তাদের অধিনায়ককে ব্রাত্য করে রাখে। ওয়ার্নারকে ম্যাচের পর ম্যাচ বসে থাকতে হয় রিজার্ভ বেঞ্চে। বেশ কয়েক ম্যাচে তো মাঠেই আসেননি। টিম হোটেলে বসেই টিভিতে খেলা দেখেছেন। ২০২১-এর আইপিএল অধ্যায় নিয়ে অবশেষে মুখ খুললেন ওয়ার্নার।

অস্ট্রেলীয় ওপেনার বলেন, ‘‘একজন অধিনায়ককে বসিয়ে রেখে তারপর তাঁকে আর দলে নেওয়া হল না। সে যা করেছে সেটা জানার পরেও একই কাজ করা হয়েছে। এতে দলের জুনিয়রদের কাছে কী বার্তা পৌঁছল? গোটা দলের কাছেই বা ম্যানেজমেন্ট কী বার্তা দিল? এবার বাকিরাও ভাববে যে, তাদের সঙ্গেও এমনটা হতে পারে। এটাই আমাকে সব থেকে বেশি আঘাত করেছে।”

আরও পড়ুন-শিয়ালদহ স্টেশন চত্বরে শুরু হল করোনা পরীক্ষা

এরপর ওয়ার্নার যোগ করেন, ‘‘যা হয়েছে দিনের শেষে সাহসের সঙ্গে মেনে নিয়ে চলতে হয়। যদি কথা বলতে চাও কথা বলো। আমি এতটা কঠিন নই। কাউকে কামড়েও দেব না। আমি সব মেনে নিতে রাজি। তার আগে শুনতে চাই, কেন দলে নেওয়া হল না।”

আইপিএলের (IPL) সময় মরুশহর যেখানে ওয়ার্নারের কাছে হয়ে উঠেছিল বধ্যভূমি, সেই মরুদেশকেই কয়েকদিনের মধ্যে টি-২০ বিশ্বকাপে মৃগয়াক্ষেত্র বানিয়ে ফেলেছিলেন অস্ট্রেলিয়ার ডাকাবুকো ওপেনার। অস্ট্রেলিয়াকে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগর ছিলেন অস্ট্রেলীয় তারকা ব্যাটার। বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হন। সামনের মাসেই আইপিএলের মেগা নিলাম। এখন দেখার কোন ফ্র্যাঞ্চাইজি ওয়ার্নারকে দলে নেওয়ার জন্য ঝাঁপায়।

Latest article