পুজোস্থলেই মহাকাল প্রাণ নিলেন ভক্তের

তাঁকে তুষ্ট করতেই আয়োজন করা হয়েছিল পুজোর।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: তাঁকে তুষ্ট করতেই আয়োজন করা হয়েছিল পুজোর। কিন্তু তিনি স্বয়ং এসে প্রাণ নিলেন এক ভক্তের। শুক্রবার রাতে, আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেংদাঙ্গিতে। মহাকালপুজোর স্থানে মহাকালের হামলায় নিহত হল এক মহাকালভক্ত। জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া এই বনবস্তির মানুষজন হাতির হামলা থেকে নিস্তার পেতে আয়োজন করেছিল মহাকালপুজোর। প্রতি বছরই বনবস্তি এলাকায় মানুষেরা মহাকালকে সন্তুষ্ট রাখতে এই পুজো করে থাকেন।

আরও পড়ুন-তুকতাকে ক্ষতি সন্দেহে গণধোলাই দুই মহিলাকে

পুজো শেষে কেউ কেউ ব্যস্ত ছিলেন প্রসাদ বিতরণে, আবার কেউ কেউ সেই প্রসাদ তৈরিতে। রাত নটা নাগাদ হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে আসে মহাকাল অর্থাৎ হাতি। বস্তির এক প্রান্ত থেকে তাড়ানোর পর সে এই প্রান্তে চলে আসে সে। মহাকালপুজোর স্থানে ঢুকে পড়লে হাতিটিকে দেখে সকলে প্রাণরক্ষার জন্য পালাতে থাকে। পালানোর সময় বিনোদ মল্লিক (বয়স ৪২) নামে এক ব্যক্তি হাতির মুখোমুখি পড়ে যান। হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। স্থানীয় মানুষের পক্ষ থেকে হাতি বেরনোর খবর বন বিভাগে ফোন করে জানালে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু তাঁরা আসবার আগেই এই মৃত্যুর ঘটনা ঘটে যায়। বন দফতর জানিয়েছে, মৃত ব্যক্তির পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

Latest article