প্রতিবেদন : দীপান্বিতার আলোয় শক্তির আরাধনায় মেতে উঠল গোটা বাংলা। শুধু যে নিশুতি রাতের ঘোর অমাবস্যায় কালীপুজো, তা তো নয়, রবিবার ছিল দীপান্বিতা লক্ষ্মীপুজোও। অলক্ষ্মীকে বিদায় করে লক্ষ্মীকে ঘরে তোলার পালা। ধনদেবীকে বরণ করার শঙ্খধ্বনি গৃহস্থের ঘর থেকে ভেসে এসেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। শক্তিদেবী এদিন পূজিত হয়েছেন নানারূপে। দক্ষিণাকালী, মা তারা, ব্রহ্মময়ী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, জহুরিকালী, সিদ্ধেশ্বরী মা, দয়াময়ী মা, মা সন্ন্যাসী, কল্যাণেশ্বরী-সহ বিভিন্ন রূপে।
আরও পড়ুন –দিঘায় জলোচ্ছ্বাস, পুলিশি বলয়
কলকাতা মহানগরীতে সাবেক কালীবাড়িগুলিতে সকাল থেকেই ব্যাপক ভিড়। কালীঘাট, দক্ষিণেশ্বর, ঠনঠনে কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি, লেক কালীবাড়ি, ঢাকা কালীবাড়ি— সব জায়গাতেই সুশৃঙ্খল ভক্তসমাগম। চায়না টাউনে শক্তির আরাধনায় মেতে উঠলেন চিনারা। কালীমন্দিরে ভোগ হিসেবে নিবেদন করা হল চাউমিন, পাস্তা। হাওড়ার শিবপুরে বিখ্যাত হাজারহাত কালীমন্দিরেও ভোর থেকেই পুজো দেওয়ার ভিড়। গভীর রাতে মূল পুজো শুরু হলেও সকাল থেকেই মা-কে প্রণাম নিবেদনের আকুলতা। রাজ্যে বছরভরই সবচেয়ে বেশি পুণ্যার্থী সমাগম হয় তারাপীঠে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। তারা মাকে এদিন কিন্তু আরাধনা করা হয় কালীরূপেই। অমাবস্যার নিশুতি রাতে বসে পুজো। মহাশ্মশানেও চলে শাস্ত্রমতে বিশেষ যজ্ঞাদি।
আরও পড়ুন –কন্ট্রোল রুমে নজরদারি বনমন্ত্রীর
দূরদূরান্ত এসেছিলেন সাধক-তান্ত্রিকরা। হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মায়ের পুজোতেও এদিন দূরদূরান্ত থেকে ছুটে এসেছিলেন অজস্র মানুষ। হাওড়ার বাগনানে খালড় কালীবাড়ি কিংবা কাঁথির নাচিন্দা কালীবাড়িতে এদিন মানুষের ঢলে কিন্তু বাদ সাধতে পারেনি খামখেয়ালি প্রকৃতি। জয়নগর-বহড়ু কালীবাড়িতেও ঐতিহ্য আর রীতি মিলেমিশে একাকার। এ তো গেল মন্দিরে উপাসনার কথা। কলকাতার অদূরে নৈহাটি আর বারাসতে ঐতিহ্যবাহী কালীপুজোকে ঘিরেও আবেগাপ্লুত মানুষ।
আরও পড়ুন –কন্ট্রোল রুমে নজরদারি বনমন্ত্রীর
থিম আর সাবেকিয়ানার সেই চিরদিনের লড়াই বারোয়ারি পুজো কমিটিগুলির মধ্যে। নৈহাটিতে বড়মার পুজো ঘিরে এদিন ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। কলকাতার ফাটাকেষ্টর নবযুবক সংঘের ঠাকুর দেখতে মেঘলা আকাশ আর রিমঝিম বৃষ্টি মাথায় নিয়েই পথে নেমে পড়েছেন মানুষ। কেওড়াতলা এবং নিমতলা মহাশ্মশানেও শক্তির আরাধনা হয়েছে বিশেষ রীতি মেনে। সবমিলিয়ে বাংলায় দুর্যোগের ঘনঘটাকে হার মানিয়েছে দীপান্বিতার আলো, আবেগ আর উচ্ছ্বাস।