বর্ষবরণে দুই সতীপীঠ ও সিদ্ধপীঠে পুণ্যার্থীরা

Must read

দেবর্ষি মজুমদার, বীরভূম : বছরের শেষদিন ও বর্ষবরণে তিন সতীপীঠ (Satipith) বোলপুরের কঙ্কালীতলা, লাভপুরের ফুল্লরা ও নলহাটির নলহাটেশ্বরী এবং সিদ্ধপীঠ তারাপীঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। মুখে মাস্ক পরে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দেন ভক্তরা। পুজো দিয়ে আগত পর্যটকদের একটাই বাসনা, সারা বছর যেন সবার সুখ-সমৃদ্ধিতে কাটে। এদিন জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক আসেন। পূর্ব মেদিনীপুর থেকে তারাপীঠে (Tarapith) আগত এক পুণ্যার্থী মহিলা বলেন, মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম যেন সামনের বছর করোনার প্রভাব মুক্ত হয় গোটা দেশ। আবার মায়ের কাছে যেন সবাই স্বাভাবিক ভাবে আসতে পারি। এমনিতে এদিন তারাপীঠে সরকারি ও বেসরকারি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কোভিড প্রোটোকল মেনে চলার ব্যাপার সুনিশ্চিত করা হয়।

আরও পড়ুন-চাপের মুখে পিছু হঠল কেন্দ্র

তারাপীঠ মন্দির সেবায়েত কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, মন্দিরের ভিতরে পুষ্পাঞ্জলি দেওয়া বন্ধ আছে। তবে মাকে দর্শন করায় নিষেধ নেই। তবে বছরের শেষ দিন ও আগামিকাল শনিবার বছরের প্রথমদিন যথেষ্ট ভিড় হবে। সে কথা মাথায় রেখে মন্দির ঢোকার মুখে স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হচ্ছে। মাস্ক মন্দিরের ভিতরে ও বাইরে সকলের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। মায়ের কাছে করোনামুক্ত পৃথিবীর জন্য প্রার্থনা করা হয়েছে।

Latest article