নয়াদিল্লি: যান্ত্রিক গোলযোগের পাশাপাশি একাধিক বিতর্কে নাম জড়িয়েছে দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগোর। এবার এই বেসরকারি বিমান সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিল অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। সরকারি নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, নতুন পাইলটদের প্রশিক্ষণের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ভুল করেছে ইন্ডিগো। যার ভিত্তিতে উড়ান সংস্থাকে ৪০ লক্ষ টাকা জরিমানা করেছে ডিজিসিএ।
আরও পড়ুন-দিনের কবিতা
জানা গিয়েছে, ‘ক্যাটাগরি সি’ অ্যারোড্রোমে উড়ান চালানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের সময় ইন্ডিগো যে সিমুলেটর ব্যবহার করেছে, তা আদৌ ডিজিসিএ-র স্বীকৃত নয়। এই সিমুলেটরগুলির কার্যকারিতা এবং মান নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। এবার বিষয়টি সামনে আসতেই ইন্ডিগোর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে ডিজিসিএ। জানানো হয়, ইন্ডিগোর তরফে যে সাফাই দেওয়া হয়েছে তা সন্তোষজনক নয়। পরে পরিদর্শনের সময় ইন্ডিগোর প্রশিক্ষণ ইউনিটে নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। যার ভিত্তিতে সংস্থাটির বিরুদ্ধে দুই দফায় মোট ৪০ লক্ষ টাকার জরিমানা ধার্য করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন বিষয়ে ইন্ডিগোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। গত অগাস্ট মাসে একটি বিমানে যাত্রীকে নোংরা আসনে বসতে বাধ্য করার অভিযোগে বিমান সংস্থাটিকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। ধারাবাহিকভাবে আরও একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইন্ডিগোর বিরুদ্ধে।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…