চালতাবাগানের ঢাক উৎসব

Must read

মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গোৎসব প্রতিবছরই চমক নিয়ে আসে। এবারের চমক ঢাক উৎসব। মহালয়ার বিকেলে আইটিসি সোনারে আয়োজিত হল এই উৎসব। একসঙ্গে বিক্রম ঘোষ অমিতকুমার, হরিহরণ, শান, জুবিন গর্গ এমনকী অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ঢাকের কাঠির বোলে ঢাক উৎসব মাতালেন। সঙ্গে ছিলেন বাংলার বিভিন্ন জেলার ঢাক শিল্পীরা। এদিনই প্রকাশিত হল বহু প্রতীক্ষিত বিক্রম ঘোষের সুরে পুজোর গান ‘আজ বাজা তুই ঢাক’। বিক্রম ঘোষের ঢাক-সহ বিভিন্ন তালবাদ্যের বাজনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দেশের সেরা সাত শিল্পী অমিত কুমার, হরিহরণ, শান, জুবিন গর্গ, মহালক্ষ্মী আইয়ার, সোনা মহাপাত্র এবং কৌশিকী চক্রবর্তী। গানটি হিন্দিতে প্রকাশিত হবে কিছুদিনের মধ্যে। এছাড়াও এই অ্যালবামে থাকছে বিক্রম ঘোষের সুরে এই শিল্পীদের কণ্ঠে একক অথবা দ্বৈতকণ্ঠে গাওয়া নতুন পুজোর গান।

আরও পড়ুন: মণ্ডপ থেকে ভার্চুয়াল, উদ্বোধনে রেকর্ড নেত্রীর

এদিনের অনুষ্ঠানে বিক্রম ঘোষ-সহ উপস্থিত শিল্পীরা ‘আজ বাজা তুই ঢাক’ গানটি লাইভ পারফর্ম করেন। উপস্থিত ছিলেন চালতাবাগান ক্লাব কর্তৃপক্ষের পক্ষে সন্দীপ ভুতুরিয়া-সহ বিশিষ্টজনেরা। ওড়িশার শঙ্খধ্বনির দল শঙ্খ বাদনে মুগ্ধ করেন উপস্থিত দর্শক শ্রোতাদের। শান্তিনিকেতনের লোকশিল্পীদের পরিবেশনাও ছিল উল্লেখ করার মতো। সমগ্র অনুষ্ঠানটির সহযোগিতায় পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং প্রভা খৈতান ফাউন্ডেশন। পরিচালনায় পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা গৌরী বসু।

Latest article