বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে নামবদল ঢাকা স্টেডিয়ামের

মুক্তিযুদ্ধ ও তার স্থপতি বঙ্গবন্ধু মুজিবর রহমানের স্মৃতি মুছে ফেলার আরও একটি ন্যক্করজনক সিদ্ধান্ত নিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

Must read

প্রতিবেদন: আবার কোপ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। বদলে গেল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের (Dhaka Stadium) নাম। হাসিনা সরকারের পতনের পর অনির্বাচিত ইউনুস সরকারের শাসনে বাংলাদেশে প্রথম কোনও আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হল। মুক্তিযুদ্ধ ও তার স্থপতি বঙ্গবন্ধু মুজিবর রহমানের স্মৃতি মুছে ফেলার আরও একটি ন্যক্করজনক সিদ্ধান্ত নিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন-ধামাচাপার চেষ্টা! রাজস্থানে বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ ২৫ পড়ুয়া

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে স্টেডিয়ামের নামবদলের কথা জানিয়েছেন। এটির নতুন নাম হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা। প্রসঙ্গত, আওয়ামি লিগ ক্ষমতায় আসার পর ১৯৯৮ সালে ঢাকা স্টেডিয়ামের নাম বদলে করে ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’। সেই নামই এতদিন ছিল। গত ৫ অগস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশের প্রশাসন চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। নেতৃত্বে নোবেলজয়ী ইউনুস। আর তাঁর নেতৃত্বেই হয়ে চলেছে একের পর এক বিতর্কিত কাজকর্ম। ইতিমধ্যেই বাংলাদেশের বহু স্থাপত্য থেকে বঙ্গবন্ধুর নাম সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর ধানমন্ডির বাড়িও গত ৫ ফেব্রুয়ারি ধ্বংস করে দেওয়া হয়েছে। ১৯৭৫ সালের ১৫ অগস্ট বাংলাদেশ সেনার টু-ফিল্ড রেজিমেন্ট আর বেঙ্গল ল্যান্সারের ঘাতকবাহিনীর গুলিতে ৩২ নম্বর ধানমন্ডির এই বাড়িতেই ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন বাংলাদেশের স্থপতি। সেই ইতিহাসও ভুলিয়ে দিতে চায় মৌলবাদী নিয়ন্ত্রিত ইউনুস সরকার।

Latest article