ধনকড়-ইন্ডিয়া জোট বিরোধ, ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি বিরোধী শিবিরের

উল্লেখ্য, দ্বিতীয় মোদি সরকারের কার্যকাল থেকেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের সঙ্গে বিরোধী শিবিরের মতাদর্শগত সংঘাত তুঙ্গে।

Must read

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি: ধনকড়ের বিরুদ্ধে ইনপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় শুরু হতেই সংসদের দুই কক্ষের অধিবেশন তড়িঘড়ি করে শেষ করে দিল সরকার পক্ষ। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে এবার ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধী শিবির। সোমবার বাজেট অধিবেশনের শেষ দিনেই জমা দেওয়া হত এই প্রস্তাব। তার আগেই শুক্রবার শেষ করে দেওয়া হয়েছে বাজেট অধিবেশন। এই আবহে ইন্ডিয়া জোট এখন অপেক্ষা করবে সংসদের শীতকালীন অধিবেশনের জন্য, সেখানেই জমা পড়বে ধনকড়ের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব।

আরও পড়ুন-সম্মানিত হচ্ছেন ৪ শীর্ষ পুলিশকর্তা

উল্লেখ্য, দ্বিতীয় মোদি সরকারের কার্যকাল থেকেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের সঙ্গে বিরোধী শিবিরের মতাদর্শগত সংঘাত তুঙ্গে। সংসদীয় অধিবেশন চলার ফাঁকে বারেবারেই একে অপরকে লক্ষ করে তোপ দেগেছে দুই পক্ষ। বিরোধী শিবির বারবারই অভিযোগ করেছে, ধনকড় তাদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন, ট্রেজারি বেঞ্চের হয়ে পক্ষপাতিত্ব করছেন। এই প্রসঙ্গেই বিরোধী শিবিরের অভিযোগ, সংসদকে ডিপ ডার্ক চেম্বারে পরিণত করা হয়েছে। তৃতীয় মোদী সরকারের কার্যকালের শুরুতেও ধনকড়- বিরোধী শিবির সম্পর্ক স্বাভাবিক হয়নি। বাজেট অধিবেশনে বারবারই দুই পক্ষের বাক বিতন্ডা চরমে উঠেছে। বিরোধীদের যাবতীয় অভিযোগ অস্বীকার করে ধনকড় নিজের অবস্থানে অনড় থাকছেন। কংগ্রেস সভাপতি, রাজ্যসভার বিরোধী দল নেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, প্রবীণ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের মতো পোড়খাওয়া সাংসদের সঙ্গে তো বটেই, সমাজবাদী পার্টির বর্ষীয়ান মহিলা সাংসদ জয়া বচ্চনের সঙ্গে ধনকড়ের বিবাদ যথেষ্ট দৃষ্টিকটু বলে মনে করছে রাজনৈতিক মহল। এই আবহে ধনখক- বিরোধী শিবিরের বাকযুদ্ধ নতুন মোড় নিতে চলেছে যেখানে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে ইন্ডিয়া জোট। নয়াদিল্লিতে সংসদীয় সূত্রের দাবি, ইতিমধ্যেই ৯০ জন বিরোধী সাংসদ ধনকড়ের ইমপিচমেন্ট নোটিশে স্বাক্ষর করেছেন। আগামী সোমবার সংসদের টেবিল অফিসে এই নোটিশ জমা দেওয়ার কথা ছিল। শুক্রবার তার আগেই মুলতুবি করে দেওয়া হয়েছে বাজেট অধিবেশন। এই পরিস্থিতিতে বিরোধীরা এবার শীতকালীন অধিবেশনে ধনকড়ের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য তৈরি হচ্ছেন। এই প্রসঙ্গে শুক্রবার নিজেদের অবস্থান স্পষ্ট করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমূল হক বলেন, ‍‘‍‘আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কাজ শুরু করেছি। শুক্রবার রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গের অফিসে বসে এই মর্মে সাক্ষর সংগ্রহ করা হয়েছে।’’

আরও পড়ুন-জহরের প্রশ্নে অস্বস্তিতে রেলমন্ত্রী

বিরোধী শিবির অভিযোগ করছে, শুক্রবার যেভাবে রাতারাতি বাজেট অধিবেশনে দাঁড়ি টানা হয়েছে, তার প্রধান কারণ হল ধনকড়ের বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট প্রস্তাবকে আটকে দেওয়া। আপাতত এই উদ্যোগ থমকে গেলেও তারা নিজেদের লক্ষে অবিচল থেকে আগামী শীতকালীন অধিবেশনে ধনকড়ের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনবেন, শুক্রবার নয়াদিল্লিতে দাবি করেছেন বিরোধী শিবিরের একাধিক প্রথম সারির সাংসদ। হাতে প্রয়োজনীয় সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও ঐক্যবদ্ধ প্রতিবাদ দেখানোর স্বার্থেই ধনকড়ের বিরুদ্ধে এই ইমপিচমেন্ট প্রস্তাব আনার পরিকল্পনা, দাবি ইন্ডিয়া জোট সূত্রের। এর আগে কোনওদিন রাজ্যসভার কর্মরত চেয়ারম্যানের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনেনি বিরোধী শিবির।

Latest article