জাতীয়

ধনকড়-ইন্ডিয়া জোট বিরোধ, ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি বিরোধী শিবিরের

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি: ধনকড়ের বিরুদ্ধে ইনপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় শুরু হতেই সংসদের দুই কক্ষের অধিবেশন তড়িঘড়ি করে শেষ করে দিল সরকার পক্ষ। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে এবার ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধী শিবির। সোমবার বাজেট অধিবেশনের শেষ দিনেই জমা দেওয়া হত এই প্রস্তাব। তার আগেই শুক্রবার শেষ করে দেওয়া হয়েছে বাজেট অধিবেশন। এই আবহে ইন্ডিয়া জোট এখন অপেক্ষা করবে সংসদের শীতকালীন অধিবেশনের জন্য, সেখানেই জমা পড়বে ধনকড়ের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব।

আরও পড়ুন-সম্মানিত হচ্ছেন ৪ শীর্ষ পুলিশকর্তা

উল্লেখ্য, দ্বিতীয় মোদি সরকারের কার্যকাল থেকেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের সঙ্গে বিরোধী শিবিরের মতাদর্শগত সংঘাত তুঙ্গে। সংসদীয় অধিবেশন চলার ফাঁকে বারেবারেই একে অপরকে লক্ষ করে তোপ দেগেছে দুই পক্ষ। বিরোধী শিবির বারবারই অভিযোগ করেছে, ধনকড় তাদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন, ট্রেজারি বেঞ্চের হয়ে পক্ষপাতিত্ব করছেন। এই প্রসঙ্গেই বিরোধী শিবিরের অভিযোগ, সংসদকে ডিপ ডার্ক চেম্বারে পরিণত করা হয়েছে। তৃতীয় মোদী সরকারের কার্যকালের শুরুতেও ধনকড়- বিরোধী শিবির সম্পর্ক স্বাভাবিক হয়নি। বাজেট অধিবেশনে বারবারই দুই পক্ষের বাক বিতন্ডা চরমে উঠেছে। বিরোধীদের যাবতীয় অভিযোগ অস্বীকার করে ধনকড় নিজের অবস্থানে অনড় থাকছেন। কংগ্রেস সভাপতি, রাজ্যসভার বিরোধী দল নেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, প্রবীণ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের মতো পোড়খাওয়া সাংসদের সঙ্গে তো বটেই, সমাজবাদী পার্টির বর্ষীয়ান মহিলা সাংসদ জয়া বচ্চনের সঙ্গে ধনকড়ের বিবাদ যথেষ্ট দৃষ্টিকটু বলে মনে করছে রাজনৈতিক মহল। এই আবহে ধনখক- বিরোধী শিবিরের বাকযুদ্ধ নতুন মোড় নিতে চলেছে যেখানে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে ইন্ডিয়া জোট। নয়াদিল্লিতে সংসদীয় সূত্রের দাবি, ইতিমধ্যেই ৯০ জন বিরোধী সাংসদ ধনকড়ের ইমপিচমেন্ট নোটিশে স্বাক্ষর করেছেন। আগামী সোমবার সংসদের টেবিল অফিসে এই নোটিশ জমা দেওয়ার কথা ছিল। শুক্রবার তার আগেই মুলতুবি করে দেওয়া হয়েছে বাজেট অধিবেশন। এই পরিস্থিতিতে বিরোধীরা এবার শীতকালীন অধিবেশনে ধনকড়ের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য তৈরি হচ্ছেন। এই প্রসঙ্গে শুক্রবার নিজেদের অবস্থান স্পষ্ট করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমূল হক বলেন, ‍‘‍‘আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কাজ শুরু করেছি। শুক্রবার রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গের অফিসে বসে এই মর্মে সাক্ষর সংগ্রহ করা হয়েছে।’’

আরও পড়ুন-জহরের প্রশ্নে অস্বস্তিতে রেলমন্ত্রী

বিরোধী শিবির অভিযোগ করছে, শুক্রবার যেভাবে রাতারাতি বাজেট অধিবেশনে দাঁড়ি টানা হয়েছে, তার প্রধান কারণ হল ধনকড়ের বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট প্রস্তাবকে আটকে দেওয়া। আপাতত এই উদ্যোগ থমকে গেলেও তারা নিজেদের লক্ষে অবিচল থেকে আগামী শীতকালীন অধিবেশনে ধনকড়ের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনবেন, শুক্রবার নয়াদিল্লিতে দাবি করেছেন বিরোধী শিবিরের একাধিক প্রথম সারির সাংসদ। হাতে প্রয়োজনীয় সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও ঐক্যবদ্ধ প্রতিবাদ দেখানোর স্বার্থেই ধনকড়ের বিরুদ্ধে এই ইমপিচমেন্ট প্রস্তাব আনার পরিকল্পনা, দাবি ইন্ডিয়া জোট সূত্রের। এর আগে কোনওদিন রাজ্যসভার কর্মরত চেয়ারম্যানের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনেনি বিরোধী শিবির।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

20 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago