ICU-তে ধর্মেন্দ্র, চিন্তায় অনুগামীরা

Must read

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra)শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়ছে অনুরাগীদের। শ্বাসকষ্ট জনিত সমস্যায় শুক্রবার রাতে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital, Mumbai) ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা গেছিল রুটিন চেকআপের জন্যই নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। কিন্তু শনিবার সকালে ‘শোলে’ অভিনেতার অসুস্থতার আসল কারণ জানা গেছে। বর্তমানে আইসিইউতে (ICU) রয়েছেন তিনি।

আরও পড়ুন- সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডে গুরুতর জখম কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর

ধর্মেন্দ্রর (Dharmendra) পরিবার বা হাসপাতাল সূত্রে অফিসিয়াল কোনও বিবৃতি না দেওয়া হলেও সূত্রের খবর তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভর্তি হওয়া ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ আপাতত নেই। রক্তচাপ এবং হৃদস্পন্দন ঠিক আছে। উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ চিকিৎসকরা দেখছেন না। তবে প্রবীণ অভিনেতার এখনও আইসিইউ থেকে ছাড়া না পাওয়াটা চিন্তায় রাখছে অনুরাগীদের। চলতি বছর ৮ ডিসেম্বর নব্বইয়ে পা রাখবেন ধর্মেন্দ্র। তার আগে প্রবীণ অভিনেতার অসুস্থতার খবরে মন খারাপ ঘনিষ্ঠদের। বলিউড সূত্রে খবর, মিডিয়ার সামনে মুখ খুলতে রাজি না হলেও চিকিৎসকদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে যোগাযোগ রাখছেন দেওল পরিবারে সদস্যরা।

Latest article