প্রয়াত ধর্মেন্দ্র! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নব্বই ছোঁয়ার আগেই প্রয়াত কিংবন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmenra)। ৮৯ বছরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউড হি-ম্যান।

Must read

নব্বই ছোঁয়ার আগেই প্রয়াত কিংবন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। ৮৯ বছরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউড হি-ম্যান। আচমকা এই খবরে চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত পরিবার থেকে সতীর্থরা। হাজার হাজার ভক্তকে অন্ধকারে রেখেই দেহ নিয়ে যাওয়া হল শ্মশানে। ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮৯ বছর বয়সে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা। মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে তাঁর শেষকৃত্যসম্পন্ন করল পরিবার। সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেতার নানা স্মৃতি আর সতীর্থ থেকে অনুরাগীদের শোকবার্তায় ভারাক্রান্ত নেটপাড়া।

আরও পড়ুন-স্কুল থেকে ফেরার পথে পুকুরে পুলকার উল্টে মৃত তিন পড়ুয়া

মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ধর্মেন্দ্রজির পরিবার, বন্ধুবান্ধব, ভক্তমহলের প্রতি আমার সমবেদনা রইল। হেমা মালিনীজি ও পুত্রকন্যারা তাঁর সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।
সোমবার বেলার দিকে বলিউডে ইন্দ্রপতন। তাঁর বাড়ির সামনে ভিড় বাড়তে থাকে। শ্মশানে পৌঁছে যান অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খানেরা। মিডিয়ার কৌতূহল বাড়িয়ে চূড়ান্ত সাসপেন্সের মধ্যেই অভিনেতার মরদেহ নিয়ে শ্মশানে পৌঁছে যান হেমা মালিনী, সানি দেওল, ববি দেওলরা। বড় ছেলেই মুখাগ্নি করেছেন বলে জানা গেছে।

Latest article