ধরনায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে : উষা

প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন ভারতীয় কুস্তিগিররা, এমনটাই মনে করছেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পি টি উষা

Must read

নয়াদিল্লি, ২৭ এপ্রিল : রাস্তায় নেমে ধরনা, প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন ভারতীয় কুস্তিগিররা, এমনটাই মনে করছেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পি টি উষা। কিংবদন্তি ভারতীয় অ্যাথলিট বলেছেন, ‘‘রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি শৃঙ্খলাহীনতার পরিচয়। এটা দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধরনের কর্মসূচি খারাপ দৃষ্টান্ত তৈরি করছে। রাস্তায় না নেমে বরং কুস্তিগিরদের আসা উচিত ছিল আইওএ-র অ্যাথলিটস কমিশনে। এই কমিটির নেতৃত্বে যখন রয়েছেন মেরি কমের মতো ব্যক্তি, যিনি কমিশনের চেয়ারপার্সন এবং ভাইস চেয়ারপার্সন হিসেবে রয়েছেন শরথ কমল।’’

আরও পড়ুন-কোটি কোটি খরচ করে সেন্ট্রাল ভিস্তা হচ্ছে এদিকে বাংলার টাকা বকেয়া, কেন্দ্রকে তুলোধনা অভিষেকের

উষার বক্তব্যে হতাশ দেশের নামী কুস্তিগিররা। বজরং পুনিয়া বলেছেন, ‘‘আমরা আইওএ প্রেসিডেন্টের কাছ থেকে এত কঠোর প্রতিক্রিয়া আশা করিনি। উনি নিজে একজন অ্যাথলিট এবং একজন মহিলা। আমরা একেবারেই ওঁর মতো মানুষের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশা করিনি। বরং আমরা ওঁর সমর্থন আশা করেছিলাম।’’ এদিকে, শুক্রবারই ব্রিজভূষণ শরণ সিং মামলায় শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। কুস্তিগিরদের বক্তব্য শুনবে শীর্ষ আদালত।

Latest article