সংবাদদাতা, শান্তিনিকেতন: ফলক ইস্যুতে (Visva Bharati- Plaque Issue) রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ফেরানোর দাবিতে ধরনা পড়ল নবম দিনে। শনিবার ধরনামঞ্চে হাজির ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, মহিলা নেত্রী সাহারা মণ্ডল, গগন সরকার, দুবরাজপুর প্রাক্তন বিধায়ক নরেশচন্দ্র বাউড়ি, বিশ্বভারতী (Visva Bharati- Plaque Issue) তৃণমূল কংগ্রেস ছাত্রছাত্রী ইউনিটের সভানেত্রী মীনাক্ষী ভট্টাচার্য প্রমুখ। এদিনের ধরনায় বিকাশ নাম না করে উপাচার্যের তীব্র সমালোচনা করেন। বলেন, একজন মানুষ কতটা নিচে নামতে পারেন, দেখে অবাক হচ্ছি। শুনেছি, ভদ্রলোকের যাওয়ার সময় হল। কিন্তু উনি পা-ধরা শুরু করেছেন। যাতে করে আরও কিছুদিন থেকে যাওয়া যায়, বিশ্বভারতীকে আরও কলুষিত করার সুযোগ পাওয়া যায়। ভদ্রলোক মানসিক রোগাক্রান্ত। এক-একটি মানুষের রোগ থাকে। ওঁর রোগ বিশ্বভারতীকে কলুষিত করার।