বঙ্গ

ধরনায় রাজ্য জুড়ে প্রতিবাদ

প্রতিবেদন : আরজি কর-কাণ্ডে রাম-বামের সব চক্রান্ত ব্যর্থ করে দোষীদের ফাঁসির ব্যবস্থা করতে হবে অবিলম্বে। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর থেকে দক্ষিণ প্রতি জেলার ব্লকে ব্লকে ধরনা-অবস্থান থেকে সেই দাবিতে গর্জে উঠল বাংলা। বৃষ্টি উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের গর্জন, বাম-রামের চক্রান্ত রুখবই। আরজি কর-কাণ্ডে দোষীদের ফাঁসি চাই। শুক্রবার কলকাতার রাজপথে র‍্যালি করে যে প্রতিবাদের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা ব্লকে ব্লকে ছড়িয়ে দিয়েছে তৃণমূল। নেত্রীর নির্দেশে শনিবার ছিল প্রতিবাদ মিছিল, রবিবার সর্বত্রই ধরনা-অবস্থান হয় আরজি কর-কাণ্ডের প্রতিবাদে।

আরও পড়ুন-নগ্ন করে বর্বর অত্যাচার, শিশুকন্যাকে যৌন নির্যাতন, নন্দীগ্রামের নির্যাতিতা পিজিতে

বিভিন্ন রাস্তার মোড়ে, তৃণমূল পার্টি অফিসের সামনে মঞ্চ করে তৃণমূল ধরনা কর্মসূচি পালন করে এদিন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূলের সাংসদ-বিধায়ক ও নেতা-নেত্রীরা। কলকাতার খিদিরপুরে ধরনা-অবস্থানে নেতৃত্ব দেন মন্ত্রী ফিরহাদ হাকিম, ১৪ নম্বর ওয়ার্ডে ছিলেন সুপ্তি পাণ্ডে। হাজরা, ঢাকুরিয়ায় নেতৃত্বে ছিলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়। কোচবিহারের জেলা সভাপতি থেকে ব্লক সভাপতিদের নেতৃত্বে এই অবস্থান চলে। সমস্ত স্তরের নেতৃত্ব এই কর্মসূচিতে শামিল হন। ঘুঘুমারি মোড়ে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। দক্ষিণ দিনাজপুরে সাতটি ব্লকে এই ধরনা কর্মসূচি চলে। বালুরঘাট শহরে তৃণমূল কংগ্রেসের ধরনা মঞ্চে নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতমরাম মণ্ডল। বীরভূমের নলহাটিতে তৃণমূলের ধরনা কর্মসূচিতে ছিলেন ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্যরা। রামপুরহাটে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহকুমা প্রশাসনিক ভবনের সামনে ধরনা চলে। বাঁকুড়ার বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধরনা গণঅবস্থান কর্মসূচিতে রূপান্তরিত হয়। নেতৃত্বে ছিলেন বিধায়ক তন্ময় ঘোষ। মন্ত্রী মলয় ঘটক, পুর-চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ধরনা-অবস্থান চলে আসানসোলে। উত্তর ২৪ পরগনার বরানগরে প্রতিবাদী সভামঞ্চে ছিলেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছিলেন কাউন্সিলর থেকে শুরু করে সহ তৃণমূল স্তরের কর্মীরাও। হুগলির আরামবাগে প্রতিবাদ সমাবেশে অংশ নেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। চুঁচুড়ায় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চলে ধরনা-অবস্থান। দক্ষিণ ২৪ পরগনা কুলপিতে তৃণমূলের ধরনা মঞ্চে ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান পঞ্চায়েত সদস্যরা। সাগরে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে পালিত হয় কর্মসূচি। হাওড়ার উলুবেড়িয়া উত্তরে ধরনার নেতৃত্ব দেন বিধায়ক নির্মল মাজি।

আরও পড়ুন-ভারী বৃষ্টি বাংলায়

প্রতিটি ক্ষেত্রেই অবস্থান বিক্ষোভ থেকে আওয়াজ ওঠে রাম-বাম দলের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বিজেপি ও সিপিএম বাংলাকে কলুষিত করার চেষ্টা চালাচ্ছে। এখন আরজি করের ঘটনাকে নিয়ে নোংরা ষড়যন্ত্র করছে তারা। তারা আগেও সফল হয়নি, এখনও হবেও না। মণিপুর, বিলকিস বানো, হাথরস, উন্নাও-এর কথা যেমন মানুষ ভুলে যায়নি, তেমনই ভুলে যায়নি কোচবিহারের নার্স, বানতলার ডাক্তারকে ধর্ণষ করে খুন থেকে শুরু করে সিঙ্গুর-নন্দীগ্রামের ঘটনা। ভোলেনি সাঁইবাড়ি থেকে নেতাইয়ের গণহত্যা ও কান্দুয়ার হাত কেটে নেওয়ার ঘটনা। সিপিএম এককালে কঙ্কালের উপর বসে রাজ্য পরিচালনা করেছে, তাও ভুলে যায়নি বাংলার মানুষ। এখন আরজি করের ঘটনায় রাজ্যের পুলিশ চটজলদি ব্যবস্থা নিয়েছে। একজনকে গ্রেফতার করে. এখ/ন আরজি করের ঘটনায় তদন্তভার নিয়েছে সিবিআই। ৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও একজনকেও গ্রেফতার পর্যন্ত করেত পাপেনি। এখন চটজলদি তদন্ত শেষ করে দোষীদের ফাঁসির দাবিতে সরব হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

16 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago