প্রতিবেদন : আই লিগের দ্বিতীয় ডিভিশনে ফের জয়ের হ্যাটট্রিক ডায়মন্ড হারবার এফসি-র (DHFC)। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে মিজোরামের চানমারি এফসি-কে ২-০ গোলে হারিয়ে লিগ শীর্ষে উঠে এল কিবু ভিকুনার দল। ডায়মন্ড হারবারের হয়ে দু’টি অনবদ্য গোল করেন মোহিত মিত্তল ও দিলীপ ওরাওঁ। এদিনের জয়ে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগের মগডালে ডায়মন্ড হারবার। হেরে শীর্ষে থাকা চানমারি নেমে গেল দ্বিতীয় স্থানে। সমসংখ্যক ম্যাচে তাদের পয়েন্ট ১৯। লিগের প্রথম পর্ব শেষ। এবার দ্বিতীয় পর্বের খেলা। পরের তিনটি অ্যাওয়ে ম্যাচ মণিপুরে।
আরও পড়ুন- ট্রফির সামনে সেই কিউয়ি কাঁটা
গোটা ম্যাচে তুল্যমূল্য লড়াই হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে ডায়মন্ড হারবারের (DHFC) প্রাধান্য ছিল। ৭৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল ম্যাচ। দু’দলই গোলের জন্য মরিয়া ছিল। প্রথমার্ধে দু’দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু কেউ সুযোগ কাজে লাগাতে পারেনি। চানমারির পাহাড়ি ছেলেরা গতিতে সমস্যায় ফেলছিল ডায়মন্ড হারবারের ফুটবলারদের। বার কয়েক ডায়মন্ড রক্ষণব্যূহ ভাঙার মতো পরিস্থিতি তৈরি করলেও রবিলাল মাণ্ডি, অয়ন মণ্ডলরা সজাগ থাকায় বিপদ বাড়েনি। ডায়মন্ড হারবারের গোলরক্ষক সুস্নাত মালিকও দুর্ভেদ্য ছিলেন।
দ্বিতীয়ার্ধে আক্রমণে অ্যালিস্টারকে তুলে নরহরি শ্রেষ্ঠাকে নামান কিবু। পিন্টু মাহাতোর জায়গায় সাইবরকে নামিয়ে দেন ডায়মন্ড হারবার কোচ। আক্রমণে ঝাঁজ বাড়ে দলের। ৭৬ মিনিটে গোলের লকগেট খুলে ফেলে ডায়মন্ড হারবার। রবিলাল মাণ্ডির কর্নার থেকে বক্সে উঠে এসে দুরন্ত হেডে গোল করেন মোহিত। এগিয়ে যাওয়ার পর আরও উজ্জীবিত ফুটবল খেলে কিবুর দল। শেষ লগ্নে আরও দুটো পরিবর্তন করেন ডায়মন্ড হারবার কোচ। গিরিক খোসলাকে তুলে সুপ্রিয় পণ্ডিত এবং জবি জাস্টিনের পরিবর্তে দিলীপ ওরাঁওকে নামান কিবু। সংযুক্ত সময়ে সুপার সাব দিলীপ অসাধারণ গোল করে ডায়মন্ড হারবারের জয় নিশ্চিত করেন। চানমারি বক্সের উপর থেকে বাঁ-পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। ক্লাবের সচিব তথা প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেন, ‘‘আমরা খুব ভাল খেলেই শীর্ষে উঠে এলাম। তবে এখনই উল্লসিত হওয়ার কারণ নেই। সামনে বেশি অ্যাওয়ে ম্যাচ। আমাদের সতর্ক থাকতে হবে। সবাই খুব ভাল খেলছে। রক্ষণে কিছু ফাঁকফোকর থাকছে। তবে রবিলাল এদিন অয়নের অনেক দুর্বলতা ঢেকে দিয়েছে।’’