খেলা

অভিষেকেই বাজিমাত কিবুদের, মশাল নিভিয়ে ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার

অনির্বাণ দাস
প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নেমে ফাইনালে! ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার (DHFC)। তাও আবার তারকাখচিত ইস্টবেঙ্গলকে হারিয়ে। বুধবার রেফারির শেষ বাঁশি বাজতেই ফুটবলারদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন কোচ কিবু ভিকুনা। যুবভারতীতে উপস্থিত ডায়মন্ড হারবার সমর্থকরাও যোগ দিলেন সেই উৎসবে। হল ভিকট্রি ল্যাপ। লাল হলুদ গ্যালারিতে তখন শোকের আবহ।

ডার্বি জিতে আকাশে উড়ছিলেন মিগুয়েল, দিয়ামানতাকোসরা। তাঁদের এক ঝটকায় মাটিতে টেনে নামালেন কিবুর শিষ্যরা। ময়দানের প্রাচীন প্রবাদ আরও একবার প্রমাণিত, ডার্বি জেতার পরের ম্যাচটা সাধারণত হোঁচট খায় ইস্টবেঙ্গল। ফুটবল দেবতা বড়ই নির্মম! ডার্বিতে জোড়া গোল করে নায়ক বনে গিয়েছিলেন দিয়ামানতাকোস। এই ম্যাচে তিনিই খলনায়ক। অবিশ্বাস্যভাবে একের পর এক সুযোগ নষ্ট করে দলকে ডোবালেন গ্রিক স্ট্রাইকার।

এই জয় কিবুর কাছেও স্পেশাল। মোহনবাগানের কোচ থাকাকালীন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোনও ম্যাচ হারেননি স্প্যানিশ কোচ। সেই রেকর্ড এই ম্যাচেও বজায় রাখলেন। ইস্টবেঙ্গল সমর্থকদের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে খানখান করে দিলেন লাল হলুদেরই দুই প্রাক্তনী জবি জাস্টিন ও মিরশাদ মিচু! ইস্টবেঙ্গলের হয়ে ডার্বিতে গোটা দুয়েক গোল রয়েছে জবির। এদিন ডায়মন্ড হারবারের জয়সূচক গোলটি এল জবির পা থেকেই। আর তিন কাঠির নিচে পাহাড় হয়ে লাল হলুদের একের পর এক আক্রমণ রুখে দিলেন মিরশাদ। এবার ফাইনালে জবিদের সামনে নর্থইস্ট ইউনাইটেড। আরও একটা ইতিহাস ডাকছে ডায়মন্ড হারবারকে (DHFC)।

আরও পড়ুন-যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে?

মগজাস্ত্রের লড়াইয়ে এদিন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে টেক্কা দিলেন কিবু। জমাট রক্ষণের পাশাপাশি দ্রুত গতির প্রতিআক্রমণেই বাজিমাত করলেন ডায়মন্ড হারবার কোচ। যার কোনও পাল্টা দিতে পারলেন না অস্কার। খেলা শুরুর ৩০ সেকেন্ডের মধ্যেই কেভিন সিবিলে ও প্রভসুখন গিলের ভুল বোঝাবুঝিতে প্রায় গোল করে বসেছিল ডায়মন্ড হারবার। সে-যাত্রায় কোনও রকমে বল বিপন্মুক্ত করেন কেভিনই। এছাড়া ২৪ মিনিটে স্যামুয়েলেরের শট পোস্টে লেগে ফিরে না এলে তখনই এগিয়ে যায় ডায়মন্ড হারবার। সেই ঝটকা সামলে টানা আক্রমণের ঝড় তুলেছিল ইস্টবেঙ্গল। তবে প্রতিআক্রমণে লাল হলুদ রক্ষণকেও বারবার পরীক্ষার মুখে ফেলেছেন জবিরা।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ইস্টবেঙ্গল। বেশ কিছু সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু গোল হয়নি। উল্টে ৬৬ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার মিকেল কোর্তাজারের দুরন্ত গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। ফ্রি কিক থেকে বক্সের মধ্যে বল পেয়ে অসাধারণ ব্যাকভলিতে বল জালে জড়ান মিকেল। যদিও এক মিনিটের মধ্যেই আনোয়ার আলির বিশ্বমানের গোলে ১-১ করে দিয়েছিল ইস্টবেঙ্গল। অনেকটা দূর থেকে গোলার মতো শটে জাল কাঁপান আনোয়ার।

তবে নাটকের তখনও বাকি ছিল। ৮৩ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়ে গোল করতে ভুল করেননি জবি। আর এই গোলটাই ইস্টবেঙ্গলকে ডুরান্ড থেকে ছিটকে দিল। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও হার বাঁচাতে পারেননি অস্কারের ফুটবলাররা। মিগুয়েলের শট একবার বারে লাগে। এদিন সকালে কলকাতায় ফিরে আসা মহম্মদ রশিদকে মাঠে নামিয়েও শেষরক্ষা করতে পারেননি অস্কার।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago