আইমারের হ্যাটট্রিক, জিতল ডায়মন্ড হারবার

Must read

প্রতিবেদন : ক্লান্তির আশঙ্কা উড়িয়ে আই লিগ থ্রি-র প্লে-অফ পর্বে দুরন্ত শুরু ডায়মন্ড হারবার এফসি-র (DHFC)। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে অসমের ক্লাব কার্বি আঙ্গলং মর্নিং স্টার এফসি-কে ৪-১ গোলে উড়িয়ে দিল কিবু ভিকুনার দল। একছত্র আধিপত্য নিয়ে খেলে স্মরণীয় জয় তুলে নিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। অসাধারণ হ্যাটট্রিক করে ডায়মন্ড হারবারের জয়ের নায়ক আইমার আদম। আর একটি গোল করেন নরহরি শ্রেষ্ঠা।
জবি জাস্টিন, নরহরি, আইমারদের আক্রমণাত্মক ফুটবলের কোনও জবাব ছিল না কার্বি মর্নিং স্টারের কাছে। তবে ম্যাচের শুরুর দিকে ডায়মন্ড হারবারের উপর চাপ তৈরি করেছিল অসমের দলটি। পাল্টা প্রত্যাঘাতে দ্রুত ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন কিবুর ছেলেরা।

আরও পড়ুন-চেন্নাই দুর্গে প্রথম জয় মহামেডানের

২৫ মিনিটে আইমারের দুরন্ত গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার (DHFC)। বিরতির আগে ব্যবধান না বাড়লেও দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল হয়। বিরতির পর খেলা শুরুর তিন মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে ডায়মন্ড হারবার। গোল করেন নরহরি। ০-২ পিছিয়ে পড়ে এক গোল শোধ করে অসমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটি। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি তারা। পাল্টা চাপ বাড়িয়ে ৭৫ ও ৮১ মিনিটে আরও দু’টি গোল করে জয় সুনিশ্চিত করে ডায়মন্ড হারবার। দু’টি গোলই করেন সেই আইমার। তবে সুযোগ পেয়েছিল কার্বি। ডায়মন্ডের গোলকিপার সুস্নাত মালিক দুর্দান্ত দু’টি সেভ করে দুর্গরক্ষা করেন।
ডায়মন্ড হারবার কোচ কিবুর রণনীতির প্রশংসা করতেই হয়। স্প্যানিশ কোচের গেম রিডিং ছিল চমৎকার। জবি, নরহরি, মোহিত, গিরিক খোসলাদের পরিবর্ত হিসেবে পিন্টু মাহাতো, রাহুল পাসোয়ান, রাঘব গুপ্তারা নেমেও ডায়মন্ডের আক্রমণ সচল রাখেন।
আই লিগ থ্রি-র মূলপর্বে শুরুটা দারুণ হওয়ায় খুশি ডায়মন্ড হারবার শিবির। ৩০ সেপ্টেম্বর জবিদের পরের ম্যাচ গোয়ার সেরা ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে। দুটো দল গ্রুপ থেকে আই লিগ টু-এ উঠবে। এদিনের জয়ে বাকি তিনটি ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ডায়মন্ড হারবার। ক্লাব সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেছেন, ‘‘ডায়মন্ড হারবার এদিন সংঘবদ্ধ ফুটবল খেলেছে। জবি, রাঘব সবাই খুব ভাল খেলেছে। মাথা ফাটা অবস্থায় ডিফেন্সে অয়ন মণ্ডল ভরসা দিয়েছে। গোলে সুস্নাত ছিল দুর্ভেদ্য। শুধু গ্রুপের প্রথম দুইয়ে থেকে আই লিগ টু-এ ওঠাই লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য, আই লিগ থ্রি-এ চ্যাম্পিয়ন হওয়া।’’

Latest article