প্রতিবেদন : কলকাতা লিগে ডায়মন্ড হারবার এফসি-র (DHFC) দাপট অব্যাহত। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিংয়ে মুখোমুখি হয়েছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। আকাশ হেমব্রমের একমাত্র গোলে জিতল ডায়মন্ড হারবার। লিগে এখনও অপরাজিত তারা। ৬ ম্যাচে চতুর্থ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে ডায়মন্ড হারবার (DHFC)। অন্যদিকে, হেরেই চলেছে মহামেডান। এই নিয়ে লিগে তাদের তৃতীয় হার। বাকি দু’টি ড্র। ট্রান্সফার ব্যান এবং ইনভেস্টর সমস্যার জোড়া ধাক্কায় বিপর্যস্ত সাদা-কালো ব্রিগেড। গ্রুপে মাত্র ২ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ১১ নম্বরে মেহরাজউদ্দিন ওয়াডুর দল।
আরও পড়ুন: আজ ডুরান্ডের উদ্বোধনে মুখ্যমন্ত্রী
এদিনও সিনিয়র দলের কোনও ফুটবলারকে খেলাননি কলকাতা লিগে ডায়মন্ড হারবারের কোচ দীপাঙ্কুর শর্মা। এমনকি অভিজ্ঞ গোলকিপার সুস্নাত মালিককেও এদিন বিশ্রাম দেওয়া হয়। কিন্তু তাতেও ডায়মন্ড হারবারের জয় আটকায়নি। শুরু থেকে ম্যাচের রাশ ছিল ডায়মন্ড হারবারের হাতে। খেলার ৭ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় তারা। গোল করেন আকাশ। এরপর আক্রমণে ঝাঁজ বাড়িয়ে একের পর এক আক্রমণ তুলে আনেন ডায়মন্ডের খেলোয়াড়রা। কিন্তু গোলের সুযোগও তৈরি হয়। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তাঁরা। না হলে ব্যবধান বাড়িয়েই বিরতিতে যেতে পারত ডায়মন্ড হারবার।
দ্বিতীয়ার্ধে অবশ্য ভাল ফুটবল হয়নি। মহামেডান গোল শোধের চেষ্টা করলেও ডায়মন্ড হারবারের রক্ষণ পরিস্থিতি সামাল দেয়। ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ডায়মন্ড হারবার। কিন্তু গোল আর হয়নি। ডায়মন্ড হারবার এফসি-র সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেন, তারুণ্যে ভরসা রেখেই আমরা মহামেডানের মতো বড় দলকে আমরা হারালাম। তরুণরা নিজেদের দায়িত্ব পালন করছে। কোচও খুব ভাল খেলছে। দলগতভাবে আমাদের টিম খুব ভাল খেলছে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…