প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার লিগে ফের ছন্দ ডায়মন্ড হারবার (DHFC)। শনিবার বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে পাঠচক্রকে ৫-১ গোলে বিধ্বস্ত করে তিন পয়েন্ট ঘরে তুলল কিবু ভিকুনার দল। শেষ দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ডায়মন্ড হারবার। তবে এদিনের বড় ব্যবধানে জয় আত্মবিশ্বাসী ফিরিয়ে আনল শিবিরে।
জ্বরের জন্য দলের সেরা স্ট্রাইকার রাহুল পাসোয়ান ছিলেন না। তাঁর অভাব এদিন বুঝতেই দিলেন না বাকিরা। কার্ড সমস্যায় আগের ম্যাচে খেলতে পারেননি তুহিন শিকদার। এদিন মাঠে ফিরেই দুর্দান্ত খেললেন তুহিন। নিজে একটি গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে আরও তিনটি গোল করিয়েছেন তিনি।
২২ মিনিটে জেকবের গোলে শুরু। পাঁচ মিনিটের মধ্যেই ফের গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জেকব-ই। দু’গোলে এগিয়ে গেলেও ডায়মন্ড হারবারের আক্রমণের ঝাঁজ বিন্দুমাত্র কমেনি। তবে খেলার গতির বিরুদ্ধে ১-২ করে দিয়েছিল পাঠচক্র। রক্ষণের ক্ষণিকের ভুল বোঝাবুঝিতে গোল হজম করতে হয় ডায়মন্ড হারবারকে। বিরতির সময় ২-১ গোলে এগিয়ে ছিল কিবুর দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের শুরু হয় ডায়মন্ড হারবারের (DHFC) আক্রমণের ঝড়। ৫৬ মিনিটে ৩-১ করে দেন সৌরভ ভানওয়ালা। ৭৩ ও ৭৮ মিনিটে আরও দু’টি গোল করেন যথাক্রমে তুহিন এবং মহম্মদ ফিরোজ। এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র দ্বিতীয় স্থানে উঠে এল ডায়মন্ড হারবার। এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে কালীঘাট এমএস। দলের খেলায় খুশি কিবু। ডায়মন্ড হারবার কোচ বলছেন, সুযোগ নষ্ট না হলে ম্যাচটা আরও বড় ব্যবধানে জিততাম। তবে গোল হজম করাটা উচিত হয়নি। হাতে এখনও তিনটে ম্যাচ। ওই তিনটে ম্যাচ জিতেই সুপার সিক্সে উঠতে চাই।
আরও পড়ুন-চারে অস্ট্রেলিয়া,ইংল্যান্ড