ডায়মন্ড হারবারের দাপুটে জয়

ডায়মন্ড হারবার ২ সাদার্ন সমিতি ০

Must read

প্রতিবেদন : কলকাতা লিগে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছে ডায়মন্ড হারবার (DHFC)। সোমবার কল্যাণীতে সাদার্ন সমিতিকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয়ের মুখ দেখল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। আগাগোড়া প্রাধান্য রেখে এদিন দাপুটে ফুটবল উপহার দিলেন কিবু ভিকুনার ফুটবলাররা। সুযোগ কাজে লাগাতে পারলে, জয়ের ব্যবধানে আরও বড় হত।
আগের ম্যাচেই আর্মি রেডকে হাফ ডজন গোল দিয়েছিলেন জবি জাস্টিনরা। তার উপরে সুপার সিক্সের টিকিট আগেই পাকা হয়ে গিয়েছে। এদিনের জয়ের পর, ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষেই রইল ডায়মন্ড হারবার। এই পয়েন্ট কিন্তু সুপার সিক্সে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে বাড়তি সাহায্য করবে কিবুর দলকে।
চোটের জন্য এই ম্যাচ খেলতে পারেননি অভিজ্ঞ মহম্মদ রফিক। কার্ড সমস্যায় ছিলেন না সাইবরও। যদিও এদিন ম্যাচের শুরু থেকেই সাদার্নকে চেপে ধরেছিল ডায়মন্ড হারবার (DHFC)। জবি জাস্টিন, নরহরি শ্রেষ্ঠা, আইমারদের দাপটে বারবার আতঙ্কের সৃষ্টি হচ্ছিল প্রতিপক্ষ রক্ষণে। কিন্তু বারবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েও কাজের কাজটা করতে পারছিলেন না ডায়মন্ড হারবারের ফুটবলাররা।

আরও পড়ুন- আমার লড়াই শেষ হয়নি, সবে শুরু হল

বিরতির আগেই গোটা ছয়েক কর্নার আদায় করে নিয়েছিলেন জবিরা। কিন্তু তা থেকে গোল আসেনি। একবার নরহরি শ্রেষ্ঠার হেড পোস্টে লেগে ফিরল। এছাড়া অন্তত দু’বার সাদার্নের গোলকিপার দলকে নিশ্চিত পতনের হাত থেকে বাঁচালেন। বিরতির সময় ম্যাচের ফল ছিল গোলশূন্য।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অবশ্য গোলের জন্য বাড়তি তাগিদ নিয়ে ঝাঁপায় ডায়মন্ড হারবার। ফলও পায় হাতেনাতে। ৫৩ মিনিটে ডান প্রান্ত থেকে আসা গড়ানে ক্রস থেকে বল পেয়েছিলেন নরহরি। বক্সের সামান্য বাইরে থেকে ডান পায়ের জোরালো শট গোল করে দলকে এগিয়ে দিতে ভুল করেননি নরহরি। এক গোলে এগিয়ে যাওয়ার পর, বিপক্ষকে আরও চেপে ধরেছিল ডায়মন্ড হারবার। তবে কাউন্টার অ্যাটাকে উঠে অন্তত বার তিনেক কিবুর দলের রক্ষণের কড়া পরীক্ষা নেয় সাদার্ন। যদিও কোনও বিপদ ঘটেনি। অবশেষে খেলার সংযুক্ত সময়ের চতুর্থ মিনিটে গিরিক খোলসার গোল। ফলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ডায়মন্ড হারবার।

Latest article