প্রতিবেদন : কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে দুরন্ত শুরু ডায়মন্ড হারবারের (DHFC)। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে সুপার সিক্সের ম্যাচে ক্রীড়ামন্ত্রীর ক্লাব সুরুচি সংঘকে ৪-০ গোলে বিধ্বস্ত করল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। জোড়া গোল করে নায়ক আকিব নবাব। বাকি দুই গোলদাতা সাইবর ও অমরনাথ বাস্কে। ডায়মন্ড হারবারের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই স্কোরশিটে নাম তুললেন নতুন রিক্রুট অমরনাথ। এদিনের ম্যাচ জিতে কলকাতা লিগের খেতাবের লক্ষ্যে এগোল ডায়মন্ড হারবার। রবিবার কিশোরভারতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটাই লিগের খেতাব নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। এদিন নিজেদের মাঠে ইস্টবেঙ্গলও দাপটে জিতেছে। কলকাতা লিগের খেতাবের লক্ষ্যে এগোল ডায়মন্ড হারবার (DHFC)। রবিবার কিশোরভারতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটাই লিগের খেতাব নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। এদিন নিজেদের মাঠে ইস্টবেঙ্গলও দাপটে জিতেছে।
আরও পড়ুন-নায়ক গুইতে, লিগে বিধ্বংসী ইস্টবেঙ্গল
নৈহাটিতে সুরুচি এদিন ডায়মন্ডের কাছে চার গোলে হারলেও ম্যাচটা একতরফা হয়নি। সুযোগ তৈরি করেছিল ক্রীড়ামন্ত্রীর ক্লাবও। কিন্তু ডায়মন্ড হারবার আধিপত্য নিয়ে খেলেছে। সুযোগের সদ্ব্যবহার করে বাজিমাত করেছে ডুরান্ড কাপের রানার্স টিম। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচ নিজেদের পক্ষে করে নেয় ডায়মন্ড হারবার। ১৬ মিনিটে সাইবর গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করে সুরুচি। তবে ৩৭ ও ৪০ মিনিটে পরপর দু’টি গোল করে ডায়মন্ড হারবারের জয়ের রাস্তা মসৃণ করেন আকিব। গোলের সুযোগ নষ্ট না করলে হ্যাটট্রিক করতে পারতেন তিনি। দ্বিতীয়ার্ধে সুরুচি ম্যাচে ফেরার চেষ্টা করলেও নিজেদের দুর্গ অক্ষত রাখে ডায়মন্ড হারবার। তারমধ্যেই ৭০ মিনিটে চতুর্থ গোলও করে ফেলে ডায়মন্ড। নতুন সই করা অমরনাথ বাস্কে পরিবর্ত হিসেবে নেমে বল জালে জড়ান।
ডায়মন্ড হারবার সচিব মানস ভট্টাচার্য বলেন, আমরা এদিন চার গোল করলেও সুরুচিও ভাল খেলেছে। ওরা সুযোগ কাজে লাগাতে পারেনি, আমরা সেটা করেছি। ইস্টবেঙ্গল ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। খেতাব নির্ণায়ক ম্যাচ হতে যাচ্ছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…