প্রতিবেদন : বিএনআরের বিরুদ্ধে পয়েন্ট হারানোর হতাশা কাটিয়ে জয়ে ফিরল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। বুধবার বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে ইউনাইটেড স্টুডেন্টস (DHFC vs United Students) ক্লাবকে ১-০ গোলে হারাল কিবু ভিকুনার দল। জয়সূচক গোলটি করেন তুহিন শিকদার। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে প্রথম ডিভিশন কলকাতা লিগের সুপার সিক্সে ওঠার পথে আরও এক ধাপ এগোল ডায়মন্ড হারবার।
শুরুতে গোল তুলে নেওয়ার লক্ষ্যেই তিন প্রধানে খেলা অভিজ্ঞ স্ট্রাইকার অসীম বিশ্বাসকে এদিন প্রথম একাদশে রাখেন ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ। অসীমের সঙ্গেই আপফ্রন্টে একটু নিচ থেকে খেলান তীর্থঙ্কর সরকারকে। কিন্তু গোলমুখ খুলেও এই ম্যাচেও সহজ সুযোগ হাতছাড়া করলেন কিবুর ছেলেরা। না হলে বড় ব্যবধানে জিততে পারত ডিএইচএফসি (DHFC vs United Students)।
তবে প্রথম গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ডায়মন্ড হারবারকে। ২১ মিনিটে ডান পায়ের দুরন্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন তুহিন। বিরতির আগেই ব্যবধান বাড়াতে পারত ডায়মন্ড হারবার। অসীমকে পুরনো ছন্দে পাওয়া যায়নি। ফিটনেসের অভাবে বলের কাছাকাছি পৌঁছতে পারছিলেন না। বাকিরাও গোলের সামনে ব্যর্থ হলেন।
আরও পড়ুন: ‘এত অবহেলা কেন?’ বাগুইহাটি কাণ্ডে ক্ষোভপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের ব্যবধান বাড়াতে আক্রমণে ঝাঁজ বাড়ায় কিবুর দল। কিন্তু বিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ডায়মন্ড হারবারের ফুটবলাররা। ৬৪ মিনিটে জোড়া বদল করেন কোচ কিবু।
দুই অভিজ্ঞ ফুটবলার অসীম ও তীর্থঙ্করকে তুলে নামানো হয় সফিক আলি গায়েন এবং প্রতীক লামাকে। বেশ কয়েকটি ভাল আক্রমণ গড়লেও বিপক্ষ গোলমুখে আটকে যান তাঁরা। ৭০ মিনিটে ইউনাইটেড স্টুডেন্টসের আকাশ দাস লাল কার্ড দেখে বেরিয়ে যান। কিন্তু ম্যাচের শেষ ২০ মিনিট বিপক্ষ দলকে ১০ জনে পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি কিবুর দল।