আজ ডুরান্ডে ডায়মন্ড হারবার, মহামেডানকে হালকাভাবে নিচ্ছি না : কিবু

বিদেশি দূর, ফিফার ট্রান্সফার ব্যানের ধাক্কায় অভিজ্ঞ সিনিয়র কোনও ফুটবলারই সই করাতে পারেনি মেহরাজউদ্দিন ওয়াডুর দল।

Must read

প্রতিবেদন: আত্মপ্রকাশের তিন বছরের মধ্যেই ডুরান্ড কাপে অভিষেক হচ্ছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কিবু ভিকুনার দলের সামনে ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং। কিন্তু ঘরে-বাইরে নানা সমস্যায় বিপর্যস্ত সাদা-কালো ব্রিগেড। বিদেশি দূর, ফিফার ট্রান্সফার ব্যানের ধাক্কায় অভিজ্ঞ সিনিয়র কোনও ফুটবলারই সই করাতে পারেনি মেহরাজউদ্দিন ওয়াডুর দল। এই অবস্থায় ডুরান্ডের শুরুতেই তিন বিদেশি সমৃদ্ধ ডায়মন্ড হারবারের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে মহামেডান। অন্যদিকে, প্রথমবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে নামার জন্য উত্তেজিত কিবু ভিকুনার ডায়মন্ড হারবার।
আই লিগের প্রস্তুতিটা ডুরান্ডেই সেরে নিতে চাইছে ডায়মন্ড হারবার। সেই লক্ষ্যে সবার আগে প্রি-সিজন শুরু করা কিবুর দল দল গুছিয়ে নিয়েছে ডুরান্ডের জন্য। তিন বিদেশি শহরে এসে অনুশীলনে যোগ দিয়েছেন। লুকা মাজসেনের মতো ভারতীয় ফুটবলের চেনা বিদেশি মুখ শহরে এসে দু’দিন অনুশীলন সেরে ম্যাচ খেলার জন্য তৈরি। তবে মহামেডানের বিরুদ্ধে প্রথম ম্যাচে অভিজ্ঞ লুকা হয়তো শুরু করবেন না। একমাত্র বিদেশি হিসেবে ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভেইরা শুরু করতে পারেন। তবে তিনি একটু নিচ থেকে অপারেট করবেন। আক্রমণে ক্লেটনের সঙ্গী হবেন জবি, নরহরি, গিরিকরা। দলে যোগ দিয়েছেন হোলিচরন নার্জারিও। আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় স্প্যানিশ ডিফেন্ডার মিকেল কোর্তাজারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সোমবার সকালের মধ্যে ছাড়পত্র এলেও মিকেলের খেলার সুযোগ থাকবে। তবে মিকেলকে না ধরেই আপাতত এগোচ্ছেন ডায়মন্ড হারবার কোচ।

আরও পড়ুন-আজ থেকেই বাড়বে বৃষ্টি

বিদেশিহীন মহামেডানে হাজারো সমস্যা থাকলেও ডায়মন্ড হারবার কোচ কিবু বললেন, মহামেডান বড় দল। আমরা হালকাভাবে নিচ্ছি না ওদের। প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। আমরা সতর্ক। সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ডুরান্ডে প্রথম ম্যাচ খেলতে নামার আগে আমরা উত্তেজিত। শুরুটা ভাল করাই লক্ষ্য আমাদের।

Latest article