Uncategorized

মোহনবাগানের গ্রুপে ডায়মন্ড হারবার

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে গ্রুপ অফ ডেথে ডায়মন্ড হারবার এফসি (DHFC)। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের সামনে কঠিন লড়াই কলকাতা লিগে। ‘এ’ গ্রুপে ডায়মন্ড হারবারকে খেলতে হবে মোহনবাগান, মহামেডান স্পোর্টিংয়ের মতো দুই বড় ক্লাবের বিরুদ্ধে। প্রিমিয়ার ‘এ’ এবং ‘বি’ মিলে গিয়ে এবার একটাই লিগ করার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। সোমবার ছিল কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ বিন্যাস। সেখানে লটারির মাধ্যমে ২৬টি দলকে নিয়ে গ্রুপ বিন্যাস করা হয়। ‘এ’ এবং ‘বি’ গ্রুপে রয়েছে ১৩টি করে দল। মোহনবাগান, মহামেডান ছাড়াও ‘এ’ গ্রুপে ডায়মন্ড হারবারের সঙ্গে রয়েছে ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, কালীঘাট মিলন সংঘ, সিএফসি, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, আর্মি রেড এবং পাঠচক্র। ২৫ জুন প্রিমিয়ার লিগ শুরুর উদ্বোধনী দিনেই ডায়মন্ড হারবারের প্রথম প্রতিপক্ষ সাদার্ন সমিতি। মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ পাঠচক্র। মহামেডানের প্রথম ম্যাচ খেলবে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে।

তুলনায় ইস্টবেঙ্গল বেশ সহজ গ্রুপে। গ্রুপ ‘বি’-তে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে ভবানীপুর, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, কাস্টমস, রেনবো, উয়াড়ি, খিদিরপুর এবং পশ্চিমবঙ্গ পুলিশ। ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ পশ্চিমবঙ্গ পুলিশ। এদিন প্রথমে মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে আলাদা গ্রুপে রেখে লটারি হয়। এরপর গতবারের চ্যাম্পিয়ন মহামেডান এবং রানার্স ভবানীপুরকে আলাদা গ্রুপে রেখে হয় ড্র। তারপর ডায়মন্ড হারবার-সহ বাকি ২২টি দলকে লটারির মাধ্যমে জায়গা দেওয়া হয় দু’টি গ্রুপে।

সোমবার আইএফএ অফিসে লিগের গ্রুপ বিন্যাস অনুষ্ঠানে ডায়মন্ড হারবার এফসি-র তরফে উপস্থিত ছিলেন সচিব তথা প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘আমরা খুব কঠিন গ্রুপে পড়ে গিয়েছি। নিঃসন্দেহে গ্রুপ অফ ডেথ। সুপার সিক্সে যাওয়ার কাজটা খুব কঠিন হয়ে গেল। তবে ডায়মন্ড হারবার (DHFC) এবার ভাল দল গড়েছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যখন নামছি তখন বড় দলগুলোকে তো হারাতে হবে। ডায়মন্ড হারবার কিন্তু চমক দিতে তৈরি।’’

এছাড়াও সিদ্ধান্ত হয়েছে, এবছর থেকেই প্রথম একাদশে পাঁচজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক হচ্ছে না। গ্রুপ পর্বের পয়েন্ট এবং লাল কার্ডের শাস্তি ধরা হবে নক-আউট পর্বেও। দুই গ্রুপ মিলিয়ে প্রথম ছ’টি দলকে নিয়ে হবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড। শেষ আটটি দলকে নিয়ে হবে অবনমনের লড়াই।

আরও পড়ুন: রুজিরাকে আটকে সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করল এজেন্সি

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago