প্রতিবেদন : প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নেমেই, কোয়ার্টার ফাইনালে ডায়মন্ড হারবার এফসি (DHFC)। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পর, কলকাতার তৃতীয় দল হিসাবে ছাড়পত্র আদায় করে নিল কিবু ভিকুনার দল। আয়োজকরা এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে যা পরিস্থিতি, তাতে জবি জাস্টিনদের শেষ আটে খেলা প্রায় নিশ্চিত।
সোমবার গ্রুপ ‘সি’-র ম্যাচে ইন্ডিয়ান আর্মি ৪-২ গোলে লাদাখ এফসিকে হারানোর পরেই ডায়মন্ড হারবারের (DHFC) নকআউটের টিকিট পাকা হয়ে যায়। শিলং লাজং এফসি, ডায়মন্ড হারবার, নামধারী এফসি এবং ইন্ডিয়ান আর্মি—এই চারটি দলই ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নিজের নিজের গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করেছে। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে সেরা দু’টি দ্বিতীয় দল হিসাবে লাজং ও ডায়মন্ড হারবার পরের রাউন্ডে ওঠার পথে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শেষ আটের সূচি ঘোষণা করবে ডুরান্ড কমিটি।
আরও পড়ুন-বাংলায় কথা বলায় ২১ দিন ধরে আটক পরিযায়ী শ্রমিক
সোমবার কোচ এবং ফুটবলারদের নিয়ে গেট টুগেদারের আয়োজন করেছিল ডায়মন্ড হারবার কর্তৃপক্ষ। সেখানে কিবুর সঙ্গে বৈঠক করেন সচিব তথা জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায়ও। সেখানে মোহনবাগান ম্যাচের হার নিয়ে কোচের সঙ্গে আলোচনা হয়েছে। ভুলত্রুটি কাটাছেঁড়ার পাশাপাশি দল যাতে ভাল পারফরম্যান্স করে, তা নিয়েও আলোচনা হয়।
এদিকে, মঙ্গলবার কলকাতা লিগে ফের মাঠে নামছে ডায়মন্ড হারবারের রিজার্ভ দল। বিধাননগর পুরসভার মাঠে প্রতিপক্ষ ক্যালকাটা পুলিশ। শেষ ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে আটকে গিয়েছিল ডায়মন্ড হারবার। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আপাতত কলকাতা লিগের গ্রুপ ‘বি’-র চতুর্থ স্থানে রয়েছে তারা। তবে লিগে এখনও অপরাজিত ডায়মন্ড হারবার। সহকারী কোচ অভিষেক দাসের বক্তব্য, এই ম্যাচটা জিতে তিন পয়েন্ট ঘরে তোলাই আমাদের লক্ষ্য। তবে সিনিয়র দলের কোনও ফুটবলার কাল খেলবে না। কলকাতা লিগে যারা খেলছে, তাদের নিয়েই মাঠে নামব।