ওয়াকওভার পাচ্ছে ডায়মন্ড হারবার, আজ দল নামাবে না সাদার্ন

Must read

প্রতিবেদন : কলকাতা লিগে সুপার সিক্সে ওঠার লড়াইয়ে সাদার্ন সমিতির উপর নির্ভর করছিল ডায়মন্ড হারবার এফসি ও ভবানীপুর ক্লাবের ভাগ্য। কারণ, গ্রুপ ‘বি’-র তৃতীয় দল হয়ে সুপার সিক্সে যাওয়ার লড়াইয়ে ডায়মন্ড হারবারের সঙ্গে ছিল ভবানীপুরও। কিন্তু শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দলই নামাবে না অবনমন নিশ্চিত করে ফেলা সাদার্ন সমিতি। আইএফএ-কে চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সাদার্ন। ডায়মন্ড হারবারকে (DHFC) চিঠি দিয়ে মাঠে যেতে বারণ করে দিয়েছে আইএফএ। ফলে নিয়মানুযায়ী ওয়াকওভার পেয়ে সুপার সিক্সে চলে যাবে ডায়মন্ড হারবার। লিগের লড়াই থেকে ছিটকে যাবে ভবানীপুর। লিগ সাব কমিটিতে চূড়ান্ত সিদ্ধান্ত।

আরও পড়ুন-এবার বোর্ড সভাপতি? শচীনকে ঘিরে গুঞ্জন

ভবানীপুর গ্রুপের সব ম্যাচ (১২) খেলে ২২ পয়েন্টে দাঁড়িয়ে। ডায়মন্ড হারবারের ১১ ম্যাচে ২২ পয়েন্ট। ওয়াকওভার পেলে কিবু ভিকুনার দলের হবে ২৫ পয়েন্ট। ফলে ‘বি’ গ্রুপের তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাবে ডায়মন্ড হারবার। এই গ্রুপ থেকে ইউনাইটেড স্পোর্টস (২৭ পয়েন্ট) এবং ইউনাইটেড কলকাতা (২৩ পয়েন্ট) আগেই সুপার সিক্স নিশ্চিত করেছে। শুক্রবার ব্যারাকপুর স্টেডিয়ামে মহামেডানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে ইউনাইটেড কলকাতা। অবনমনের আশঙ্কায় থাকা মহামেডানেরও পরীক্ষা। ইউনাইটেড কলকাতা পয়েন্ট নষ্ট করলে গ্রুপ রানার্স হয়ে সুপার সিক্সে উঠবে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে কেন দল নামাচ্ছে না সাদার্ন? কলকাতা লিগে নানা অনভিপ্রেত ঘটনা, গড়াপেটার অভিযোগের সঠিক তদন্ত না হওয়া নিয়ে ক্ষুব্ধ ক্লাব কর্তারা লিগে শেষ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাব কর্তা সৌরভ পাল বললেন, কলকাতা লিগ নিয়ে নানা বিতর্ক, অনৈতিক ঘটনায় শেষ ম্যাচ না খেলার সিদ্ধান্তটা আমাদের প্রতিবাদ।

Latest article