সুপার সিক্সের পথে ডায়মন্ড হারবার

ডায়মন্ড হারবার ৩ ঐক্য সম্মিলনী ০

Must read

প্রতিবেদন : কলকাতা লিগে জিতেই চলেছে ডায়মন্ড হারবার। প্রথম ডিভিশন লিগের খেলায় বৃহস্পতিবার বিধাননগর পুরসভার মাঠে ঐক্য সম্মিলনীকে ৩-০ গোলে হারাল কিবু ভিকুনার দল (DHFC vs Aikya Sammilani)। ডায়মন্ড হারবারের তিন গোলদাতা বিক্রমজিৎ সিং, প্রসেনজিৎ পাল এবং সাগর হাঁসদা। এই নিয়ে টানা চার ম্যাচ জিতল ডায়মন্ড হারবার। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে তারা। সুপার সিক্সের পথে কিবুর দল।

শুরু থেকে ম্যাচের রাশ ছিল ডায়মন্ড হারবারের হাতে (DHFC vs Aikya Sammilani)। বিক্রমজিৎ সিং, শেখ সলমন, প্রসেনজিৎ পাল, তীর্থঙ্কর সরকাররা মাঠ জুড়ে দুর্দান্ত ফুটবল খেলেন। মাঝমাঠের নিয়ন্ত্রণ ছিল কিবুর ছেলেদেরই। রক্ষণ থেকে প্রায় প্রতিটি আক্রমণ শুরু হচ্ছিল প্রসেনজিতের পা থেকে। উঠে-নেমে দুর্দান্ত খেলেন অভিজ্ঞ ডিফেন্ডার। আক্রমণাত্মক মিডিও হিসেবে ভাল খেলেন আর এক অভিজ্ঞ ফুটবলার তীর্থঙ্কর। প্রথম গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ডায়মন্ড হারবারকে। ম্যাচের ৩১ মিনিটে বিক্রমজিতের গোলে এগিয়ে যায় কিবুর দল। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ডায়মন্ড হারবার। এবার গোল করেন প্রসেনজিৎ। প্রথম দু’টি গোলই হয় সেট পিস থেকে। দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ঝাঁজ বাড়ে ডায়মন্ডের। অনেকদিন পর চোট সারিয়ে মাঠে নেমে ভাল খেলেন তুহিন শিকদারও।

আরও পড়ুন: এটিকে তুলুন, সবিনয়ে গোয়েঙ্কাদের জানাল মোহনবাগান

পরিবর্ত হিসেবে মাঠে নেমে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন সাগর হাঁসদা। ৬৭ মিনিটে সাগরের গোল ঐক্যর ম্যাচে ফেরার আশায় জয় ঢেলে দেয়। ডায়মন্ড হারবার দলের সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল বলেন, ‘‘আমরা এদিন খুব ভাল ফুটবল খেলেছি। তবে আত্মতুষ্ট হলে চলবে না। পরের ম্যাচে বিএনআর যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। তাই সতর্ক থাকতে হবে।’’

Latest article