আজ জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ডায়মন্ড হারবার

Must read

প্রতিবেদন: একদিকে সিনিয়র দলের ডুরান্ড কাপের প্রস্তুতি চলছে জোরকদমে, পাশাপাশি তারুণ্যে আস্থা রেখে কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour Football Club)। সোমবার ঘরোয়া লিগের ম্যাচে এরিয়ানের মুখোমুখি তারা। জয়ের হ্যাটট্রিকের সামনে ডায়মন্ড হারবার (Diamond Harbour Football Club)।

প্রথম ম্যাচে শ্রীভূমির কাছে আটকে গেলেও পরের দুই ম্যাচ জিতে ছন্দে ফিরেছে ডায়মন্ড হারবার। উয়াড়ি এবং শক্তিশালী ভবানীপুরকে হারিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের দৌড়ে কিবু ভিকুনার দল। স্প্যানিশ কোচ কলকাতা লিগে ডায়মন্ড হারবারকে কোচিং না করালেও বকলমে কিবুই সবকিছু টিমের। সিনিয়র টিমকে তিনি ডুরান্ডের জন্য তৈরি করছেন। স্প্যানিশ কোচের পরামর্শ মেনেই লিগে কোচিং করাচ্ছেন দীপাঙ্কুর শর্মা। দলগঠন থেকে রণকৌশল সবই ডায়মন্ড হারবারকে আই লিগে তোলা কোচ কিবুর মস্তিষ্কপ্রসূত।

আরও পড়ুন-গ্রামের রামমন্দিরে প্রবেশ নিষেধ দলিতদের, অধিকার নেই পুজো করার, প্রসাদ পাওয়ারও

ভবানীপুরের বিরুদ্ধে আগের ম্যাচে জবি জাস্টিন, নরহরি শ্রেষ্ঠাদের মতো সিনিয়রদের খেলানো হলেও সোমবার এরিয়ান ম্যাচে রিজার্ভ দলের ফুটবলারদের উপরই আস্থা রাখছে ডায়মন্ড হারবার। আগের ম্যাচে ভবানীপুর শক্ত প্রতিপক্ষ ছিল। তার উপর দলে বেশ কয়েকজন ফুটবলার জ্বরে কাবু ছিলেন। তাই জবিদের খেলাতে হয়েছিল। সিনিয়র ফুটবলাররা ডুরান্ডে ফোকাস করছে। কলকাতা লিগে তরুণদের উপর ভরসা রেখেই বাজিমাত করার চেষ্টায় ডায়মন্ড হারবার। তাই এরিয়ানের বিরুদ্ধে সুপ্রতীপ হাজরা, দীপু হালদার, পবন, নয়ন টুডু, বেঞ্জামিনরাই তুরুপের তাস ডায়মন্ডের। আগের ম্যাচে লাল কার্ড দেখায় বিশাল দাস এরিয়ানের বিরুদ্ধে খেলতে পারবেন না। সোমবার সকালে ফুটবলারদের ফিটনেস কন্ডিশন দেখে প্রথম একাদশ বেছে নেবেন ডায়মন্ড হারবার কোচ। প্রতিপক্ষ এরিয়ান আগের তিনটি ম্যাচ হেরেছে। কোচ সরে গিয়েছেন। নতুন কোচ এসেছেন। তবু এরিয়ানকে সমীহ করছে ডায়মন্ড হারবার। দলের সহকারী কোচ অভিষেক দাস বললেন, এরিয়ান লড়াকু দল। অতীতে বড় দলকে হারিয়েছে। নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না।

Latest article