সুযোগ নষ্ট, ড্র ডায়মন্ড হারবারের

Must read

প্রতিবেদন : ডুরান্ড কাপের মধ্যেই কলকাতা লিগে নেমে পিয়ারলেসের কাছে আটকে গেল ডায়মন্ড হারবার এফসি (DHFC)। বুধবার নৈহাটি স্টেডিয়ামে নৈহাটি স্টেডিয়ামে ছিল ম্যাচ। সুযোগ নষ্টের খেসারত দিয়ে ম্যাচ ড্র করল ডায়মন্ড হারবার। জিততে না পারলেও কলকাতা লিগে এখনও অপরাজিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে চতুর্থ স্থানে ডায়মন্ড হারবার (DHFC)। এক ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পিয়ারলেস। লিগে তারা মহামেডানকেও রুখে দিয়েছিল।
নৈহাটিতে এদিন দু’দলের মধ্যে উপভোগ্য ফুটবল হয়। প্রথমার্ধটা যদি হয় পিয়ারলেসের, তবে দ্বিতীয়ার্ধ ডায়মন্ড হারবারের। খেলার শুরু থেকে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ডায়মন্ড রক্ষণে চাপ বাড়ানোর চেষ্টা করেছিল পিয়ারলেস। কিন্তু দীপাঙ্কুর শর্মার ছেলেরা পাল্টা প্রতি-আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করেছে। পিয়ারলেস অবশ্য রক্ষণ সামলে আক্রমণে ধার বাড়ায়। ২২ মিনিটে প্রথম গোলও তুলে নেয় পিয়ারলেস। লিটলাং সিমেলিয়ে দলকে এগিয়ে দেন।

আরও পড়ুন-হামিদের গোলে শেষ আটে ইস্টবেঙ্গল

২০১৯-এর কলকাতা লিগ চ্যাম্পিয়নদের উচ্ছ্বাস অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। তিন মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরায় ডায়মন্ড হারবার। ২৫ মিনিটে গোল করেন লালসিয়েম চোঙ্গলোই।
প্রথমার্ধের বাকি সময়ে দু’পক্ষের তুল্যমূল্য লড়াই হয়। দু’দলের কাছেই সুযোগ এসেছিল। দ্বিতীয়ার্ধে ডায়মন্ড হারবারের আক্রমণে ঝাঁজ বাড়ে। কর্তৃত্ব নিয়ে খেলেন আকাশ হেমব্রম, পবন, লালসিয়েমরা। কিন্তু ফাইনাল থার্ডে ভুল করেন ডায়মন্ডের ফুটবলাররা। একের পর এক সহজ সুযোগ নষ্ট করেন তাঁরা। আকিব, আকাশরা সুযোগ কাজে লাগাতে পারলে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত ডায়মন্ড হারবার। ম্যাচের শেষ মিনিটে পিয়ারলেস সহজ সুযোগ পেয়েছিল। কিন্তু ডায়মন্ডের গোলকিপার রোহন পাত্র পরিত্রাতা হয়ে দাঁড়ান।

Latest article