প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে শুক্রবার সবচেয়ে কঠিন ম্যাচটি খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসি (dhfc)। শুক্রবার বিধাননগর পুরসভার মাঠে ডায়মন্ডের ম্যাচ ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। এবারই প্রথম প্রিমিয়ারে খেলছে ইউনাইটেড কলকাতা। আর অভিষেকেই চমক দিয়ে ছুটছে ইয়ান ল’র টিম। টানা পাঁচ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে ইউনাইটেড কলকাতা। ডায়মন্ড হারবারও জয়ের ছন্দে রয়েছে। প্রথম ম্যাচে ড্র করার পর জয়ের হ্যাটট্রিক করে সুপার সিক্সের দৌড়ে অপরাজিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ৪ ম্যাচে ১০ পয়েন্ট ডায়মন্ড হারবারের। ইউনাইটেডের দৌড় থামাতে মরিয়া সুপ্রতীপ হাজরা, নয়ন টুডুরা।
কঠিন ম্যাচ জিততে প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন করতে পারেন ডায়মন্ড হারবারের (dhfc) কলকাতা লিগের কোচ দীপাঙ্কুর শর্মা। সিনিয়র দলের বিক্রমজিৎ সিং, জবি জাস্টিন, নরহরি শ্রেষ্ঠাদের খেলানোর ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডুরান্ড ও আই লিগের টিমের কোচিংয়ের দায়িত্বে থাকা কিবু ভিকুনা। তাঁর পরামর্শ মেনেই কলকাতা লিগের ম্যাচে দল নামান দীপাঙ্কুর। ভবানীপুরের মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে জবি, নরহরিদের খেলিয়ে জিতেছিল ডায়মন্ড হারবার। অপরাজিত ইউনাইটেড কলকাতার বিরুদ্ধেও কয়েকজন সিনিয়রকে খেলানোর অনুমতি দিতে পারেন কিবু।
আরও পড়ুন-ডার্বি পিছিয়ে ২৬ জুলাই
জিতেন মুর্মু, নারায়ন দাস, তুহিন শিকদারদের মতো চেনা মুখদের নিয়ে দল গড়েছে ইউনাইটেড কলকাতা। তাদের বিজয়রথ থামাতে রক্ষণ সামলে আক্রমণাত্মক ফুটবলকেই অস্ত্র করতে পারে ডায়মন্ড হারবার। লাল কার্ডের নির্বাসন কাটিয়ে ফিরছেন বিশাল দাস। ফলে মাঝমাঠে বিকল্প বাড়ছে ডায়মন্ডের। ক্লাব সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বললেন, খুব কঠিন ম্যাচ। ইউনাইটেড কলকাতা সব ম্যাচ জিতেছে। তবে আমরাও টানা তিন ম্যাচ জিতে আছি। জয়ের ধারা অব্যাহত রাখতে চাই আমরা।