প্রতিবেদন : আই লিগের মূলপর্বে উঠতে আর একটি জয় দরকার ডায়মন্ড হারবার এফসি-র (DHFC)। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে দু’গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করল কিবু ভিকুনার দল। ম্যাচ ২-২ অমীমাংসিত থাকে। ডায়মন্ড হারবারের দুই গোলদাতা জবি জাস্টিন ও নরহরি শ্রেষ্ঠা। ইউনাইটেডের একটি গোল তারক হেমব্রমের। একটি গোল আত্মঘাতী। ড্র ম্যাচের পর ডায়মন্ড হারবারের ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা চানমারি এফসি-র পয়েন্ট ৩০। তৃতীয় স্থানে থাকা স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট। প্রথম দু’টি দল আই লিগের মূলপর্বে উঠবে। দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবার ৩৪ পয়েন্টে পৌঁছলেই মূলপর্বে খেলা নিশ্চিত করবে। কারণ, তৃতীয় স্থানাধিকারী স্পোর্টিং সর্বোচ্চ ৩৪ পয়েন্টেই শেষ করতে পারে। দু’দলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে ডায়মন্ড। তবে কিবুর দলের লক্ষ্য, শেষ তিন ম্যাচ জিতে আই লিগ টু-এ শীর্ষে থেকেই মূলপর্বে খেলা।
এদিন কল্যাণীতে জয়ের সুযোগ হাতছাড়া করে ডায়মন্ড হারবার (DHFC)। দু’দলের তুল্যমূল্য লড়াই হলেও দাপট ছিল কিবুর ছেলেদেরই। খেলা শুরুর ৫ মিনিটের মাথায় এগিয়ে যায় ডায়মন্ড হারবার। পিন্টু মাহাতোর সেন্টার থেকে হেডে গোল করেন জবি। এরপর ইউনাইটেড গোল শোধের মরিয়া চেষ্টা করলেও তারা সফল হয়নি। ডায়মন্ডের রক্ষণ অনেক জমাট থাকে। পাল্টা নরহরিরা আক্রমণে ঝাঁজ বাড়িয়ে উঠলেও গোলমুখ খোলেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়াতে সক্ষম হয় ডায়মন্ড হারবার। ৪৮ মিনিটে গিরিক খোসলার ক্রস থেকে হেডে দুর্দান্ত গোল করেন নরহরি।
আরও পড়ুন-কেন্দ্রের ই-গভর্ন্যান্স পুরস্কার পেল বাণেশ্বরপুর পঞ্চায়েত
কিন্তু দ্বিতীয় গোলের পরই হঠাৎ ছন্দপতন ডায়মন্ড হারবারের। ৫২ মিনিটে গোলকিপারের ভুলে গোলহজম করে কিবুর দল। সুস্নাত মালিকের ভুল পাস পেনাল্টি বক্সের মাথায় সরাসরি ইউনাইটেডের তারকের পায়ে জমা পড়ে। গোল করতে কোনও ভুল করেননি তরুণ ফুটবলার। ৬৬ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ইউনাইটেড। তারকের শট ডায়মন্ড রক্ষণে বিক্রমজিতের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। ম্যাচের বাকি সময়ে হাড্ডাহাড্ডি লড়াই হলেও স্কোরলাইনে আর বদল হয়নি। পয়েন্ট নষ্ট করে ডায়মন্ড হারবারের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘দিনটা আমাদের ছিল না। আশা করি, স্যাট তিরুর বিরুদ্ধে জিতে লক্ষ্যে পৌঁছে যেতে পারব।’’