ডায়মন্ড হারবার ২ খিদিরপুর ০
প্রতিবেদন : কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল ডায়মন্ড হারবার এফসি (DHFC)। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে সুপার সিক্সে ওঠার পথে কিবু ভিকুনার দল। ডায়মন্ড হারবারের হয়ে গোল দু’টি করেন দিলীপ ওরাওঁ এবং সাইরুয়াত কিমা।
আরও পড়ুন-দৈহিক খর্বতা হার মানল আরতির দুরন্ত ইচ্ছাশক্তির কাছে
১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে তৃতীয় স্থানে উঠে এল ডায়মন্ড হারবার। লিগ পর্বের শেষ ম্যাচে সাদার্ন সমিতির বিরুদ্ধে খেলবে তারা। গ্রুপে ভবানীপুর বুধবার তাদের শেষ ম্যাচে দল নামাতে না চেয়ে আইএফএ-কে চিঠি দেওয়ায় সুপার সিক্স নিশ্চিত হয়ে গিয়েছিল ডায়মন্ড হারবারের। কারণ, ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভবানীপুর। শেষ ম্যাচ তারা না খেললে তৃতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবারকে টপকাতে পারবে না আর কোনও দল। কিন্তু বেশি রাতে সিদ্ধান্ত বদলে ফের আইএফএ-কে চিঠি দিয়ে ভবানীপুরের তরফে জানানো হয়, বুধবার নৈহাটি স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে তারা ম্যাচ খেলবে। ম্যাচে ভবানীপুর হারলে ডায়মন্ড হারবার বুধবারই সুপার সিক্স নিশ্চিত করবে। না হলে সাদার্ন ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে নরহরিদের। ভবানীপুর জিতলে সুপার সিক্সের আশা বেঁচে থাকবে। আগের ম্যাচে রেনবোর সঙ্গে ড্র করায় চাপ বেড়েছিল ডায়মন্ড হারবারের উপর। এদিন সাইবর, বিক্রমজিৎ সিংদের মতো সিনিয়ররা দলে ফেরায় দাপট দেখায় ডায়মন্ড হারবার। ম্যাচের প্রথমার্ধেই দু’টি গোল হয়। ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দিলীপ। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান কিমা। দ্বিতীয়ার্ধে ডায়মন্ডের দাপট বজায় থাকলেও গোলের ব্যবধান আর বাড়েনি।