সিকিমে আজ অভিযান শুরু ডায়মন্ড হারবারের

Must read

প্রতিবেদন : ঐতিহ্যের সিকিম গভর্নর্স গোল্ড কাপে শুক্রবার অভিযান শুরু করছে ডায়মন্ড হারবার এফসি (DHFC)। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব প্রতিযোগিতায় সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে খেলার সুযোগ পাচ্ছে। ফলে নক আউট টুর্নামেন্ট। শেষ ষোলোয় আজ ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি-র রিজার্ভ দল। আজ দুপুর দুটোয় গ্যাংটকে পালজোর স্টেডিয়ামে ম্যাচ শুরু।

আরও পড়ুন- অশান্ত মণিপুরে ৬ নতুন এলাকায় জারি করা হল আফস্পা

ডায়মন্ড হারবার (DHFC) অবশ্য তাদের পূর্ণশক্তির দল নিয়ে সিকিমে যেতে পারেনি। কারণ, সন্তোষ ট্রফির জন্য ১৩ জন ফুটবলারকে পাচ্ছে না কিবু ভিকুনার দল। নরহরি শ্রেষ্ঠা, অয়ন মণ্ডল-সহ ডায়মন্ড হারবারের ৫ ফুটবলার রয়েছেন সন্তোষের বাংলা দলে। বাকি ৮ ফুটবলার রয়েছেন মিজোরাম, দিল্লির মতো ভিন রাজ্যের সন্তোষ ট্রফির দলে। ২৪ জন ফুটবলার নিয়ে সিকিম গিয়েছে ডায়মন্ড হারবার। জবি জাস্টিন, রাহুল পাসোয়ানদের সঙ্গে বেশ কয়েকজন নতুন মুখ কিবুর দলে রয়েছেন। যাঁদের মধ্যে অন্যতম ভবানীপুরে খেলা ফরোয়ার্ড জোজো। ট্রায়াল থেকেও কয়েকজনকে নেওয়া হয়েছে স্কোয়াডে। আই লিগ টু-র জন্য নতুন ফুটবলারদের পরখ করে নিতে চান ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ।
আই লিগ থ্রি চ্যাম্পিয়ন হওয়ার পর আবার মাঠে নামছে দল। এই অবস্থায় প্রতিযোগিতামূলক ম্যাচে ছন্দ ধরে রাখাই লক্ষ্য ডায়মন্ড হারবারের। গত তিনদিন ধরে পালজোরের কৃত্রিম ঘাসের মাঠে অনুশীলন করে পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ফুটবলাররা। বেশি ঠান্ডা নেই। গ্যাংটকের মনোরম আবহাওয়ায় ভাল ফুটবল উপহার দিতে চায় ডায়মন্ড হারবার।
সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘অনেকদিন পর আমরা খেলতে নামছি। জয়ের যে ছন্দে ছিলাম সেটা ধরে রাখাই লক্ষ্য। চেন্নাইয়িন আমাদের কাছে অচেনা। তবে ওদের প্র্যাকটিস দেখে কিছুটা ধারণা হয়েছে। আশা করি, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’’

Latest article