ফিনিশার ধোনিতে মাত পন্থরা

এই ম্যাচটাকে বিশেষজ্ঞরা আবার চিহ্নিত করছিলেন গুরু-শিষ্যের লড়াই হিসাবে। আর এই লড়াইয়ে শিষ্য পন্থকে টেক্কা দিলেন গুরু ধোনি।

Must read

লখনউ, ১৪ এপ্রিল : টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে জয়ের সরণিতে ফিরল চেন্নাই সুপার কিংস। সৌজন্যে এমএস ধোনি। চলতি আইপিএলে প্রথমবার ব্যাট হাতে পাওয়া গেল ফিনিশার ধোনিকে। কুড়ি রানে জীবনদানও পেলেন। কভারে ক্যাচ ফেললেন রবি বিষ্ণোই। ততক্ষণে ম্যাচ অবশ্য ঢলে পড়েছে চেন্নাইয়ের দিকে। শিবম দুবে ৩৭ বলে অপরাজিত ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইংনিস খেললেন ঠিকই। তবে ১১ বলে অপরাজিত ২৬ রান করে নায়ক ধোনি-ই।

আরও পড়ুন-বাংলায় অশান্তির বীজ ছড়াতে ভুয়ো ছবিতে উসকানি, বিজেপির কুকীর্তি বেআব্রু হয়ে গেল তৃণমূলের ছোঁড়া পঞ্চবাণে

এই ম্যাচটাকে বিশেষজ্ঞরা আবার চিহ্নিত করছিলেন গুরু-শিষ্যের লড়াই হিসাবে। আর এই লড়াইয়ে শিষ্য পন্থকে টেক্কা দিলেন গুরু ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি লখনউয়ের। ইনিংসের প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন এইডেন মার্করাম (৬)। দুরন্ত ফর্মে থাকা নিকোলাস পুরানও এদিন ব্যর্থ (৮)। ওই পরিস্থিতিতে পাল্টা লড়াই শুরু করেন মার্শ ও পন্থ। কিন্তু দলীয় ৭৩ রানে রবীন্দ্র জাদেজার শিকার হন মার্শ। তাঁর অবদান ২৫ বলে ৩০ রান। জাদেজার দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন আয়ুষ বাদোনিও। তিনি ১৭ বলে ২২ রান করেন। তবে একা কুম্ভের মতো লড়ে যান পন্থ। তাঁকে চমৎকার সঙ্গ দিচ্ছিলেন আব্দুল সামাদা। কিন্তু ১১ বলে ২০ রান করে তিনি শেষ ওভারে ধোনির থ্রোয়ে রান আউট হয়ে যান। পাথিরানার পরের বলেই ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন পন্থও। ততক্ষণে অবশ্য ৪৯ বলে ৬৩ রান করে ফেলেছিলেন তিনি।
রান তাড়া করতে নেমে, প্রথম উইকেটে ৫২ রান যোগ করেছিলেন চেন্নাইয়ের দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও শেখ রশিদ। তারকা ওপেনার ডেভন কনওয়েকে বসিয়ে এই ম্যাচে কুড়ি বছর বয়সি রশিদকে খেলিয়েছে চেন্নাই। ১৯ বলে ২৭ করে আউট হন তিনি। রাচিন আউট হন ২২ বলে ৩৭ করে। এরপর রাহুল ত্রিপাঠী (৯) ও রবীন্দ্র জাদেজা (৭) আউট হলে চাপে পড়ে যায় চেন্নাই। যদিও ধোনি ও দুবের সৌজন্যে তিন বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় চেন্নাই।

Latest article