নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি : খেলা ছেড়ে দেওয়ার এত বছর পরেও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জনপ্রিয়তা একটুও কমেনি। স্টার স্পোর্টসে আইপিএল ২০২২-এর যে নতুন প্রোমো সামনে এসেছে, তাতে সিএসকে অধিনায়ককে দেখা যাচ্ছে দুটি আকর্ষণীয় চেহারায়। এখনও পুরো প্রোমো প্রকাশিত হয়নি। কিন্তু টিজারেই ধোনি ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত তাদের নায়ককে দেখে।
আইপিএল এলেই ক্যাপ্টেন কুলকে সম্প্রচারকারী চ্যানেলের প্রোমোতে নানাভাবে দেখা যায়। এবার যেমন তাঁকে দেখা যাচ্ছে ‘মঙ্ক অবতার’ হিসাবে। যেখানে তিনি তাঁর ছাত্রদের ক্রিকেটের পাঠ দিচ্ছেন। নেটফ্লিক্সের জনপ্রিয় শো নার্কোস-এর জেভিয়ার পানার চরিত্রের অনুকরণে এই চরিত্রায়ণ বলে অনেকের মনে হয়েছে।
আরও পড়ুন – মাঠে মহমেডান
২৬ মার্চ থেকে শুরু হচ্ছে পঞ্চদশ আইপিএল। এবার লখনউ ও আমেদাবাদকে নিয়ে মোট দশটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। একেকটি দলকে মোট ১৪টি করে ম্যাচ খেলতে হবে। প্রত্যেকটি গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। ধোনির চেন্নাই সুপার কিংস রয়েছে ‘বি’ গ্রুপে হায়দরাবাদ, আরসিবি, পাঞ্জাব ও গুজরাট টাইটানসের সঙ্গে।
এদিকে, সিএসকে তাদের আইপিএল প্রস্তুতি সুরাটে করবে বলে ঠিক করেছে। সেখানকার লালভাই স্টেডিয়ামের পিচ যে মাটিতে বানানো হয়েছে, সেই মাটিতেই মুম্বইয়ের সব মাঠের পিচ হয়েছে বলে জানা গিয়েছে। এবারের আইপিএলের গ্রুপ লিগের খেলা হবে মহারাষ্ট্রের কয়েকটি মাঠে। নক আউট হবে আমেদাবাদে। একইরকম পিচে প্রস্তুতি হয়ে যাবে বলেই ধোনিরা (MS Dhoni) সুরাটে ২ মার্চ থেকে প্রস্তুতি শুরু করবেন।