পরের আইপিএলেও খেলার ইঙ্গিত ধোনির

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে এবারের আইপিএলে প্লে অফে খেলার আশা শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের।

Must read

১৩ মে, মুম্বই : মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে এবারের আইপিএলে প্লে অফে খেলার আশা শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। এর পরই জল্পনা শুরু হয়, সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কি দেখা যাবে ২০২৩ আইপিএলে? এমএসডি কি খেলবেন নাকি হলুদ জার্সি গায়ে কোচিং স্টাফে থাকবেন! মুম্বই ম্যাচের পরই অবশ্য ধোনি ইঙ্গিত দিয়েছেন, সিএসকে-র অংশ হয়েই তিনি ফিরছেন পরের মরশুমে।

আরও পড়ুন-দ্য লেডি উইথ দ্য ল্যাম্প

ধোনি বলেছেন, ‘‘এবার ফলাফল আমাদের অনুকূলে না থাকলেও বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে, সেগুলো নিয়েই পরের মরশুমে যাত্রা শুরু করতে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ হল, যে খামতি বা ফাঁক রয়েছে সেগুলো পূরণ করতে হবে।’’ সিএসকে অধিনায়ক যেমন প্রশংসা করেছেন দলের দুই পেসার মুকেশ চৌধরি এবং সিমরজিৎ সিংয়ের।

আরও পড়ুন-স্বাস্থ্যসাথী নিয়ে আজ জরুরি বৈঠক নবান্নে

ধোনি তাঁর ভবিষ্যৎ পুরোপুরি খোলসা না করলেও তাঁর এবারের ফর্ম বিচার করলে খেলা উচিত পরের আইপিএলেও। এমনটা মনে করছেন সুনীল গাভাসকর, ম্যাথু হেডেনের মতো প্রাক্তনরাও। গাভাসকর বলেছেন, ‘‘যেভাবে ধোনি এবারের আইপিএলে খেলেছে তাতে ও দেখিয়ে দিয়েছে এখনও কতটা উদ্দীপনা ওর মধ্যে কাজ করে। বয়সের ভারে ধোনি কিন্তু মাঠে কারও থেকে পিছিয়ে থাকেনি। ওভারের মাঝে দৌড়েছে। ব্যাটিংয়ের সময় ক্ষিপ্রতা দেখা গিয়েছে। মাঠে ওর উজ্জ্বল উপস্থিতি রয়েছে। তাই আমার মনে হয় না, ধোনি খেলা ছাড়বে।’’ একই কথা বলেছেন সিএসকে-র প্রাক্তনী ম্যাথু হেডেন। প্রাক্তন অস্ট্রেলীয় তারকা ব্যাটারের কথায়, ‘‘ধোনি আইপিএলে খেলা চালিয়ে যেতে পারে। বয়সকে হার মানিয়েছে মাহি।’’

Latest article