নয়াদিল্লি, ২০ মে : আইপিএলে নিয়মরক্ষার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। ১৪ বছরের বৈভব সূর্যবংশীর প্রতাপের কাছেই হার মানতে হল ৪৩-এর মহেন্দ্র সিং ধোনিকে এবং তাঁর দলকে। শেষ ম্যাচে অসাধ্যসাধন না করলে পাঁচবারের চ্যাম্পিয়ন ধোনিবাহিনী এই প্রথম আইপিএল অভিযান শেষ করবে পয়েন্ট টেবলে সবার নিচে থেকে। ১৩ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে দশম স্থানেই সিএসকে। রাজস্থান ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ধোনিদের এক ধাপ উপরে ন’নম্বরে থেকে এবারের মতো আইপিএল অভিযান শেষ করল।
আরও পড়ুন-রিজিজুর ফোন মুখ্যমন্ত্রীকে, সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক, প্রমাণিত হল তৃণমূলের অবস্থানই ঠিক
লাস্ট বয় ধোনিরা হলেও এদিন রাজধানীর বুকে ফার্স্ট বয় বৈভব। চেন্নাইয়ের ১৮৭ রান তাড়া করে ১২ বল হাতে রেখেই জয় পিঙ্ক আর্মির। বিহারের ওয়ান্ডারকিডের ৩৩ বলে ৫৭ রানের বিস্ফোরক ইনিংস রাজস্থানকে জয়ের পথে এগিয়ে দেয়। মাত্র ২৭ বলে ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করে সে। ধোনির তিন বোলিং-অস্ত্র নূর আহমেদ, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করল বৈভব। অধিনায়ক যশস্বী জয়সওয়াল (৩৬), সঞ্জু স্যামসন (৪১) রান পেলেন। শেষে ম্যাচ ফিনিশ করলেন ধ্রুব জুরেল (১২ বলে ৩১ নট আউট) ও সিমরন হেটমেয়ার (৫ বলে ১২)। রাজস্থানের আকাশ মাধওয়াল দারুণ বোলিং করে ম্যাচের সেরা হলেও বৈভবে মুগ্ধতা ধোনি-দ্রাবিড়দের। ম্যাচের পর ধোনি বললেন, ”বৈভব স্পিনারদের বেশ ভাল খেলছে। কিন্তু ওকে লম্বা ইনিংস খেলতে হবে। ধারাবাহিকতা দেখাতে হবে।”
চেন্নাই অধিনায়ক নিয়মরক্ষার ম্যাচে পরের মরশুমের রূপরেখা তৈরি করছেন। ধোনির কথায়, ”যেদিন আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি, তার পরের দিন থেকেই আগামী মরশুমের পরিকল্পনা শুরু করেছি। আমরা উত্তর খোঁজার চেষ্টা করছি। ব্যাটিংয়ে আরও ভাল করতে হবে। পাওয়ার প্লে-তে আমরা ভাল বল করিনি। সেটা করতে পারছি পাওয়ার প্লে-র পর। এই দিকটা নজর দিচ্ছি।” আয়ুষ মাত্রে ছাড়া সিএসকে-র টপ অর্ডারে বাকি ব্যাটাররা রান পেলেন না। ডিওয়াল্ড ব্রেভিসের ২৫ বলে ঝোড়ো ৪২ রান এবং শিবম দুবের ৩৯ রানের সুবাদে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৮৭ রান তোলে ধোনির চেন্নাই। ক্যাপ্টেন কুল চেষ্টা করেন। ১৭ বলে ১৬ রান করে আউট হন। ৭৮ রানের মধ্যেই ৫ উইকেট হারায় চেন্নাই। আয়ুষের ২০ বলে ৪৩ রান মুখরক্ষা করলেও বাকিরা ভরসা দিতে পারেননি। সিএসকে-কে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন ব্রেভিস ও শিবম। আট নম্বরে নেমে বিশেষ সুবিধা করতে পারেননি ধোনি। রাজস্থানের আকাশ মাধওয়াল ও যুধবীর সিং ৩টি করে উইকেট নেন।