প্রতিবেদন : মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করার কথা আগেই জানিয়েছিলেন। সেইমতো মঙ্গলবার সকালে বহরমপুর থেকে কপ্টারে সামশেরগঞ্জ পৌঁছন। সেখানকার বিডিও অফিসে তাঁর সঙ্গে দেখা করার জন্য প্রতীক্ষা করছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করে সমস্ত সমস্যার কথা শোনেন। আশ্বস্ত করেন। সঙ্গে ছিলেন ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব মনোজ পন্থ। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে খুশি পরিবারগুলি। এদিন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে হাজির ছিলেন বহু মানুষ। ওয়াকফ-সংশোধনী আইনের প্রতিবাদে গত মাসে সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে বিক্ষিপ্ত গোলমাল হয়। মর্মান্তিক মৃত্যু হয় বাবা-ছেলে হরগোবিন্দ ও চন্দন দাসের। পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়। সেই সময়েই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি মুর্শিদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন।
আরও পড়ুন-সিবিআই তদন্তের আবেদন খারিজ
দুর্ভাগ্যক্রমে হরগোবিন্দ ও চন্দনের পরিবারের লোকেদের সঙ্গে দেখা হল না ওঁর। বিরোধী দলনেতার নোংরা রাজনীতির ফাঁদে পড়ে ওঁরা কলকাতার সল্টলেকে চলে গিয়েছেন। তবে অন্য যাঁরা ওয়াকফ-অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এরপর সুতিতে ছাবঘাটি ময়দানে প্রশাসনিক সভা করেন। অনুষ্ঠান শেষে কাশ্মীরে শহিদ নদিয়ার জওয়ান ঝন্টু আলি শেখের পরিবার ও সুতির কাশিমনগরে অশান্তিতে গুলিবিদ্ধ হয়ে মৃত এজাজ আহমেদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সাহায্য তুলে দেন।