দিনটা ৪ অগাস্ট, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’র (Dhumketu) গ্র্যান্ড ট্রেলার লঞ্চের দিন। নজরুল মঞ্চের প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ। অধীর আগ্রহে তার চেয়েও বেশি আবেগে অপেক্ষা। কাউন্ট-ডাউন শুরু। যারা এদিন আসতে পারেননি তাঁদের চোখ লাইভে কখন আসবে সেই শুভক্ষণ? আদৌ কি আসবে? আশঙ্কার মেঘ যেন তখনও কাটছে না। ‘ধূমকেতু’  (Dhumketu) শুরু থেকেই এমনই হাইপড। তার অন্যতম কারণ ‘দেশু’ অর্থাৎ টলিউডের দুই সুপারস্টার দেব এবং শুভশ্রী। ‘দেশু’ হল ভালবেসে দেওয়া নাম। ‘দেশু’ কি সত্যি দেখা দেবে? আসলে দিনটা ধার্য হয়েছিল শুধুই দেব-শুভশ্রীর ফ্যান ফলোয়ার্সদের জন্য। সেই কাঠ-কাঠ মিডিয়া সম্প্রচার তাঁরা চাননি। চেয়েছিলেন একটা সুন্দর জিনিসের সূচনাটা স্মরণীয় করে রাখতে আর তার সাক্ষী ভক্তরা ছাড়া আর কারাই বা হতে পারে! অবশেষ অপেক্ষার অবসান হল দেব, শুভশ্রী এলেন। একটা সময়ের সুপারহিট জুটি প্রায় একযুগ পার করে একসঙ্গে একমঞ্চে। তাঁদের রসায়ন, তাঁদের উপস্থিতি, তাঁদের ম্যাজিকে মুগ্ধ ভক্তকুল। সেদিন এ-বছরের অন্যতম সেরা ইভেন্টের সাক্ষী থাকল নজরুল মঞ্চ।
এই দিনটির জন্য এক নয়, দুই নয়, তিন নয় পাক্কা ন’বছর অপেক্ষা করেছে সবাই। কিন্তু কী এমন রয়েছে এই ছবিতে যার জন্য এত উত্তেজনা, এত উন্মাদনা, কেন অনুরাগীরা এমন পাগলপারা! আসলে ‘ধূমকেতু’ (Dhumketu) একটা জার্নির নাম, একটা আবেগের নাম, যে আবেগের সঙ্গে মিশে গেছে ভক্তদের ভালবাসার এবং পছন্দের দুটো মানুষ। যার ফলে উন্মাদনার পারদ চড়েছিল এতটা। যাই হোক ‘সব ভাল তার শেষ ভাল যার’। ন’বছর পর আগামী ১৪ অগাস্ট সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাচ্ছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবি। কেন এত হাইপড? ‘ধূমকেতু’ যে ন-বছর অতিক্রান্ত হবার পরেও জনমানসে এই ছবির জনপ্রিয়তা ম্লান হয়ে যায়নি। ছবির মুক্তির অপেক্ষায় তাঁরা দিন গুনেছেন। আর কেনই বা সেই মুক্তি আটকে ছিল এতগুলো বছর? এমন প্রশ্ন ঘুরপাক খেয়েছে অনেকের মনেই।
২০১৬-তে শ্যুটিং শুরু হয়েছিল ‘ধূমকেতু’র। এই ছবি শুরুর দিন থেকে আটকেছে নানা আইনি জটিলতায়। যাই হোক ধীরে ধীরে কেটেছে সেই আইনি জট। এই ছবির জন্য অক্লান্ত পরিশ্রম করেছে গোটা টিম। পাশাপাশি দেব-শুভশ্রীর বিচ্ছেদের পর এটাই ছিল তাঁদের প্রথম জুটি হিসেবে ছবি। সেই সঙ্গে ছবির পরিচালক আবার কৌশিক গঙ্গোপাধ্যায়। যাঁর ছবি দেখার জন্য দর্শক মুখিয়ে থাকেন ফলে ছবিটার ভার এমনিতেই অনেকটা বেশি। দিন পেরিয়েছে ঠিকই দেব-শুভশ্রী আর ‘ধূমকেতু’ প্রসঙ্গ কিন্তু চলতেই থেকেছে ফল্গুধারার মতো। তাঁদেরকে ভোলেননি দর্শক। সবচেয়ে বড় এই ছবির পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, টেকনিশিয়ানরা বছরের পর বছর অধীর অপেক্ষায় থেকেছেন এই দিনটার জন্য। কাজেই ‘ধূমকেতু’ রিলিজ হওয়া সাফল্যের চেয়েও বেশি হল আবেগ। তাই বোধহয় দেব ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের দিন মঞ্চে বলেছিলেন, ‘ধূমকেতু আমাদের কাছে শুধুই একটা সিনেমা নয় এমন একটা ছবি যা আবেগ বা শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়।’
অতীতে দেব-শুভশ্রী জুটি হিসেবে মাত্র পাঁচটা ছবিতে কাজ করেছেন। ‘ধূমকেতু’ ছয়। ছয়তেই ছক্কা হাঁকাল এই ছবি। মুক্তির আগেই সুপারহিট। এদিন দেব-শুভশ্রী মঞ্চে আসার আগে উপস্থিত হন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি ছবি প্রসঙ্গে বললেন, ৪৭ বছরে ছবি বানিয়েছিলাম। ৫৭ বছর পূর্ণ হওয়ার ঠিক পরে সেই ছবির মুক্তি হচ্ছে। এমন উদযাপন ভাবতে পারছি না। বাংলা ছবির ইতিহাসে এমনটা বোধহয় নেই। এটুকুই বলতে চাই এই ছবির মাধ্যমে দেব-শুভশ্রীর অভিনয় সফরের নতুন যুগ শুরু হবে। এই ছবি আপনাদের এমন জায়গায় নিয়ে যাবে, আপনারা বুঝবেন ৯-১০ বছরের অপেক্ষা বৃথা নয়। এদিন ছিল পরিচালকের জন্মদিনও।

আরও পড়ুন: সবকিছু গ্রাস করতে চাইছে ওরা ন্যায় বিচারের উঠোনেও গেরুয়া ছায়া

যাই হোক নতুন করে আবার দেব-শুভশ্রী জ্বরে আক্রান্ত হল গোটা বাংলা। ‘এক অসমাপ্ত প্রেম কাহিনি’ ‘ধূমকেতু’র এই ক্যাচ লাইন যেন এবার সত্যি পূর্ণতা পেল। সত্যি কী এমন আছে এই ছবিতে? ছবিতে প্রস্থেটিক মেকাপে দেখা দেবেন দেব। যে মেকাপে তাঁকে চেনা দায়। ছবির মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। টিজার ইতিমধ্যেই ভাইরাল। এরপর এল টান-টান ট্রেলার। সিনেমা গল্প বলে কিন্তু হয়তো ‘ধূমকেতু’ তার গল্পে জীবনকে বলেছে। এই কারণেই ‘ধূমকেতু’ আর দ্বিতীয় হবে না। ছবির গানগুলো ইতিমধ্যেই হিট। ট্রেলার লঞ্চের দিন গায়ক অনুপম রায় এসে সবচেয়ে চর্চিত গানটি গাইলেন। তাঁর কথায়, ‘প্রায় দশ বছর আগে এই ছবির গান রেকর্ড করা হয়। আমি যে রেকর্ডিং স্টুডিওতে এই গানগুলো রেকর্ড করেছিলাম, সেই স্টুডিওটাই উঠে গিয়েছে! বহু বছর পর ছবির প্রযোজক রানা সরকার ও দেবের থেকে ফোন আসে যে ছবিটি মুক্তি পাবে, তখন খুঁজতে বসি সেই হার্ড ডিস্ক।’ এই ছবির একটি গান গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং। ছবির গল্প উত্তর সিকিমের একটা টি এস্টেটের ম্যানেজারকে নিয়ে। সে বিবাহিত। হঠাৎই একদিন তাঁর চাকরি চলে যায়। এরপর শুরু হয় তার জীবনসংগ্রাম। কী সেই সংগ্রাম? কী হয় তারপর? রোম্যান্টিক থ্রিলার ‘ধূমকেতু’র গল্প নাকি এক সত্য ঘটনার ওপর আধারিত। না ‘ধূমকেতু’ সম্পর্কে এর চেয়ে বেশি কিছু বলার নেই। বাকিটা ১৪ তারিখের জন্যই তোলা থাক। সেই রহস্যের উন্মোচন হোক দর্শকের চোখে।
দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও দেব এন্টারটেইনমেন্ট ভেনচারের ব্যানারে ছবির প্রযোজনা করেছেন রানা সরকার এবং দেব। ছবির অন্যান্য ভূমিকায় রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

57 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago