মহকুমা হল ধূপগুড়ি

Must read

কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহকুমার অনুমোদন পেল ধূপগুড়ি (Dhupguri)। উপনির্বাচনের আগে নির্বাচনী প্রচারে গিয়ে ধূপগুড়ি মহকুমা হবে বলে কথা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী সভাতেও পাশ হয় ধূপগুড়ি মহকুমার প্রস্তাব। এরপর এই বিষয়টির আইনি প্রক্রিয়া চলছিল। চলতি সপ্তাহে রাজ্যের সর্বোচ্চস্তরে এ বিষয়ে আলোচনা হয়। তার কয়েকদিনের মধ্যেই মহকুমার অনুমোদন পেল ধূপগুড়ি (Dhupguri)। অনুমোদন পাওয়ার খবর মিলতেই ধূপগুড়িতে শুরু হয়েছে উৎসব। আবির খেলে, মিষ্টি মুখ করে আনন্দে মেতে ওঠেন ধূপগুড়ির বাসিন্দা। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন-চা সুন্দরী আবাস প্রকল্পের জন্য ‘স্কচ’ পেল রাজ্য

Latest article