সৌমালি বন্দ্যোপাধ্যায়, ডোমজুড় : রাজ্য সরকারের উদ্যোগে এবার গ্রামীণ হাসপাতালেও (Gramin Hospital) শুরু হচ্ছে ডায়ালিসিস পরিষেবা। শীঘ্রই ডোমজুড় গ্রামীণ হাসপাতালে শুরু হয়ে যাচ্ছে এই পরিষেবা। এখন থেকে আর ডোমজুড় ব্লক ও সংলগ্ন এলাকার মানুষদের ডায়ালিসিসের জন্য কলকাতা বা হাওড়া শহরে ছুটে যেতে হবে না। সবসময়ের জন্যই চালু থাকবে ডোমজুড় গ্রামীণ হাসপাতালের ডায়ালিসিস ইউনিটটি। ইর্মাজেন্সি ছাড়াও কিডনির অসুখে ভুগতে থাকা রোগীরাও এখানে প্রয়োজন হলে ডায়ালিসিসের সুবিধা পাবেন। এর জন্য ডোমজুড় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হাসপাতাল চত্বরের মধ্যেই নতুন বিল্ডিং তৈরি করে দেওয়া হয়েছে। সেখানেই চালু হবে ওই ডায়ালিসিস ইউনিটটি। সেখানে ডায়ালিসিসের কাজে অভিজ্ঞ দুজন টেকনিশিয়নের সঙ্গে সবসময় একজন মেডিক্যাল অফিসার থাকবেন।
বিধায়ক সীতানাথ ঘোষ জানান, ‘ডায়ালিসিসের প্রয়োজনে এই এলাকার মানুষদের অনেক দূরে যেতে হত। জেলা হাসপাতালে এই সুবিধা থাকলেও এতদিন হাওড়ার কোনও গ্রামীণ হাসপাতালে (Gramin Hospital) ডায়ালিসিস ইউনিট ছিল না। হাওড়া জেলা হাসপাতালে না সুযোগ মিললে অনেককেই বাইরে থেকে অনেক বেশি টাকা দিয়ে ডায়ালিসিস করাতে হত। এই হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু হয়ে গেলে আর বেশি টাকা দিয়ে কাউকে কলকাতায় গিয়ে ডায়ালিসিস করাতে হবে না। এখানেই ন্যূনতম মূল্যে ডায়ালিসিস হবে।’ ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ন্যায্যমূল্যে ডায়ালিসিস ইউনিট চালু হচ্ছে এই খবর শুনে খুশি এলাকার বাসিন্দারাও।