প্রতিবেদন : কলকাতা লিগে অভিষেকেই সাফল্য পেয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথম ডিভিশন লিগে রানার্স হয়ে প্রিমিয়ারে উঠেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ডিএইচএফসি-র সাফল্যে এমপি কাপের অবদান অনস্বীকার্য। কারণ, এমপি কাপ থেকেই সফিক আলি গায়েনদের মতো ফুটবলার উঠে এসেছেন।
প্রতি বছরের মতো এবারও ডায়মন্ড হারবার এমপি কাপ আয়োজনের প্রস্তুতি চলছে। এবারও জাঁকজমকভাবে আয়োজিত হবে প্রতিযোগিতা। ডায়মন্ড হারবার এমপি কাপ ২০২২-এর (Diamond Harbour MP Cup 2022) আনুষ্ঠানিক উদ্বোধন ১০ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর ফাইনাল। প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডে বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এবং বজবজ। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ খ্যাতনামা সংগীতশিল্পী হানি সিং। মঞ্চ আলোকিত করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হানির বার্তা, ‘‘আমি আসছি ডিসেম্বরের ১০ তারিখ ডায়মন্ড হারবারের এসডিও মাঠে এমপি কাপ ২০২২-এর দুর্দান্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। দেখা হবে সকলের সঙ্গে। দমদার ডায়মন্ড হারবার।’’
আরও পড়ুন-কেন্দ্র-রাজ্যের সমন্বয় ঘটালেন সাংসদ শত্রুঘ্ন
এবারও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন পুর ও ব্লক এলাকার ১২৮টি দল নিয়ে এমপি কাপ (Diamond Harbour MP Cup 2022) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। লিগ কাম নক আউট ফরম্যাটেই হবে প্রতিযোগিতা। ডায়মন্ড হারবার এলাকায় মোট ১৫টি মাঠ বাছা হয়েছে ম্যাচ আয়োজনের জন্য। আকর্ষণীয় পুরস্কারমূল্য থাকছে চ্যাম্পিয়ন, রানার্স এবং তৃতীয় স্থানাধিকারী দলের জন্য। এছাড়াও ম্যাচের সেরা, টুর্নামেন্টের সেরাদের জন্যও থাকছে বিশেষ পুরস্কার।
অভিষেকের উদ্যোগেই শুরু হয়েছিল এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা। প্রথম বছর থেকেই তা বাংলা জুড়ে দারুণ সাড়া ফেলে। মাঝে অতিমারির কারণে দু’বছর প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। তবে গত বছর থেকে ফের জমজমাট ডায়মন্ড হারবার এমপি কাপ।
অভিষেকের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র থেকে মোট ১২৮টি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। সাতটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুরসভা থেকে দলগুলি প্রতিনিধিত্ব করবে। লিগ কাম নকআউট ফরম্যাটেই হবে খেলা। শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। কোভিডবিধি মেনে এবারের প্রতিযোগিতা আয়োজিত হবে। অংশগ্রহণকারী দলগুলিকেও টুর্নামেন্টের কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।