প্রতিবেদন : পয়লা বৈশাখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। তার আগেই চলছে নানা কর্মকাণ্ড। ক্লাবের ‘অফিসিয়াল লোগো’ কেমন হবে, তার ডিজাইন প্রতিযোগিতাও শুরু হয়েছে। সৃজনশীল মস্তিষ্কের উপরই ভরসা রাখছেন ক্লাবের কর্মকর্তারা। লোগো ডিজাইন প্রতিযোগিতার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদন করা হয়েছে। পছন্দমতো লোগো ডিজাইন করে পাঠিয়ে দিতে হবে ৯০৮৩০০৬৪১৯ নম্বরে অথবা মেল করতে হবে diamondharbourfc@gmail.com-এ। যাঁর হাতের কাজ লোগো হিসেবে বেছে নেওয়া হবে, তাঁর হাতে তুলে দেওয়া হবে ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সই করা জার্সি। ১০ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে লোগো-র ডিজাইন।
দলগঠনের কাজও চলছে জোরকদমে। ইতিমধ্যেই ফুটবলারদের তালিকা তৈরি করে তাঁদের ট্রায়ালে দেখে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ৬ এপ্রিল থেকে দিন ছয়েকের ট্রায়াল হবে বাটানগর স্টেডিয়ামে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কোচ কৃষ্ণেন্দু রায় বলেন, ‘‘তীর্থঙ্কর সরকার, প্রিয়ন্ত সিং, সুরাবুদ্দিন মল্লিকের মতো বড় ক্লাব খেলা ফুটবলারদেরও আমি ট্রায়ালে দেখে নিতে চাইছি। ওরা অভিজ্ঞ ফুটবলার হলেও এখন ওদের ফিটনেস কোন জায়গায় আছে, সেটা দেখে নিতে হবে। শুনেছি সুরাবুদ্দিনের চোট আছে। তাই নাম দেখে কাউকে সই করানো হবে না। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও ভিন রাজ্য থেকেও ট্রায়াল দিতে আসবে অনেকে। ট্রায়ালে বেশ কয়েকদিন দেখেই ফুটবলার নির্বাচন করা হবে। তাড়াহুড়ো করতে চাই না আমরা। তার দরকারও নেই।’’